নিজস্ব প্রতিবেদন : অস্ত্রপচার করতে হল সানিয়া মালহোত্রার। লকডাউনের মধ্যেই অস্ত্রপচার হল বলিউড অভিনেত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, গত ১৪ মে দুর্ঘটনার মুখে পড়েন সানিয়া। জানা যায়, ওইদিন একা বাড়িতে ছিলেন তিনি। চাটনি তৈরি করার সময় কোনওক্রমে ব্লেন্ডারে আঙুল ঢুকে যায় তাঁর। এরপরই ব্লেন্ডারের কাটায় গুরুতর যখম হন সানিয়া। অঝোরে রক্ত পড়তে শুরু করে তাঁর হাত থেকে। কোনওক্রমে এক বন্ধুকে ফোন করে বাড়িতে ঢেকে আনেন তিনি।


 



জানা যায়, অতিরিক্তি রক্তপাতের ফলে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন বধাই হো অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর আঙুলে অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর সানিয়া আপাতত ভাল আছেন বলে খবর। হাসপাতালে যাওয়ার পর কোভিড ১৯ পরীক্ষাও করা হয় তাঁর। কিন্তু করোনা পরীক্ষার ফল তাঁর নেগেটিভই আসে বলে জানা যায়।