নিজস্ব প্রতিবেদন: টলিউড থেকে বলিউড, দুর্গাপুজো সেলিব্রেশনে সেলিব্রিটিদের নানান ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজো, গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বাড়ির পুজো থেকে, কলকাতায় টলিগঞ্জের তারকাদের পুজো সেলিব্রেশন সবই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার দুর্গাপুজো দেখতে সইফ-অমৃতা কন্যা সারা আলি খানও যে বন্ধুদের সঙ্গে কলকাতা হাজির হয়েছিলেন, একথা কি কেউ জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুজোর নানান প্যান্ডেল হপিং থেকে ধুনুচি নাচ সবই কলকাতা এসে উপভোগ করলেন সারা আলি খান। বন্ধুদের সঙ্গে অভিনেত্রীর প্যান্ডেল হপিংয়ের ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন-দশমীতে সিঁদুর খেলার ছবি শেয়ার করলেন পাওলি দাম




আরও পড়ুন-ছোট্ট কিয়াকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কণীনিকা



এদিকে দশেরা উপলক্ষে শুভ শক্তির বিকাশ ও অশুভ শক্তির বিনাশ হোক এই প্রার্থনাই করেছেন সারা আলি খান। পোস্ট করেছেন মা অমৃতা ও ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে বিশেষ ছবি।



তবে সারা শুধুই তাঁর বন্ধুদের সঙ্গে কলকাতায় এসেছিলেন নাকি তাঁর সঙ্গে তাঁর মা অমৃতা ও ভাই ইব্রাহিমও কলকাতায় এসেছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি।