নিজস্ব প্রতিবেদন : বেজায় বিরক্ত শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) বড় মেয়ে সাবা আলি খান (Saba Ali Khan)। সাফ জানালেন, তিনি আর ভাইঝি সারা আলি খানের (Sara Ali Khan) ছোটবেলার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কিন্তু কী এমন ঘটল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাবার এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, তবে কি কোনও কারণে পিসি-ভাইঝির সম্পর্কে অবনতি হয়েছে? আজ্ঞে নাহ। তেমন কিছুই ঘটেনি। আচ্ছা, একটু খোলসা করেই বলা যাক। শুক্রবার, সাবা আলি খান সইফ কন্যা সারার একটি ছোটবেলার ছবি পোস্ট করে লিখেছিলেন, ''সারা ... আমার প্রথম জান।'' লিখেছিলেন, ''সাবা তার পিসির ফটোশ্যুটের জন্য তৈরি হয়েছিল। আমিই ওকে তৈরি করে দিয়েছিলাম। ভালোবাসা রইল বেবি গার্ল।''


আরও পড়ুন-আলাপ করুন, ইনিই হলেন Anushka-র জা চেতনা, Virat-র বৌদিও কিছু কম সুন্দরী নন



তবে এরপরেই সাবা আলি খানের (Saba Ali Khan) পোস্ট করা ছবিটি ফ্যানপেজ থেকে ওয়াটার মার্কটি সরিয়ে দিয়ে পোস্ট করা হয়। আর এতেই বিরক্ত হন শর্মিলার বড় মেয়ে অর্থাৎ সারার বড় পিসি। স্ক্রিনশট শেয়ার করে ইনস্টা স্টোরিতে সাবা লেখেন, ''এটা খুবই খারাপ হচ্ছে, আমার দেওয়া ছবিগুলি অন্য অ্যাকাউন্ট থেকে  ব্যবহার করা হচ্ছে। আমি এরপর থেকে আর সারার ছোটবেলার ছবি দেব না। আমি চাই ছবিগুলি সরিয়ে দেওয়া হোক।''



প্রসঙ্গত, শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা আলি খানকে (Saba Ali Khan) মাঝে মধ্যেই পরিবারের বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায়। যদিও সম্প্রতি তিনি করিনার ছবি শেয়ার করে ট্রোল হয়েছিলেন। এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ''করিনা তো আপনার পোস্টের রিপ্লাইও দেন না।'' উত্তরে সাবা পাল্টা লেখেন, আমি আমার বৌদিকে ভালোবাসি, তাই ছবি দি।''


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)