নিজস্ব প্রতিবেদন : পুজোর আনন্দে থাবা বসিয়েছে করোনা। নিউ নর্মালে পুজো হচ্ছে ঠিকই কিন্তু আগের সেই জাঁকজমক, অতিথি সমাগম কিছুই হচ্ছে না। ফলে এবারের সরস্বতী পুজোয় বেশ কিছুটা মন খারাপ চলচ্চিত্র পরিচালক অনুরাগী বসুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইতে থাকলেও অনুরাগ বসু আগাগোড়া বাঙালি সংস্কৃতির বাহক। কেরিয়ার শুরুর পর থেকেই ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করেন তিনি। অনুরাগের বাড়ির সরস্বতী পুজোয় হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ কিংবা অভিষেক বচ্চন। প্রত্যেক বছর ধুমধাম করে সরস্বতী পুজো হলেও এবার করোনার জেরে ঘনিষ্ঠদের নিয়েই মায়ের আরাধনা করবেন অনুরাগ বসু। শুধু তাই নয়, সরস্বতী 'মা' ছাড়া প্রত্যেকেই পুজোর আসরে মাস্কে মুখ ঢেকে হাজির হবেন বলেও জানান পরিচালক।


আরও পড়ুন : আজই বিয়ে, মেহেন্দিতে সাজলেন Dia Mirza


অনুরাগ বসুর বাড়ির পুজোয় অভিষেক বচ্চন ...



আরও পড়ুন : ভালবাসার দিনেই বাগদান রুদ্রজিৎ-প্রমিতার


এবার সরস্বতী পুজোর আয়োজন অন্য বারের মতো করে হচ্ছে না বেশ কিছুটা মন খারাপ অনুরাগ বসুর। স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনুরাগ জানান, প্রত্যেকবার সরস্বতী পুজোর আগের রাতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠরা হাজির হয়ে যান তাঁর বাড়িতে। পুজোর আগের রাতে সবজি কাটা, ধোয়া থেকে শুরু করে, ভোগ রান্না সবকিছুই তাঁরা নিজেরা করেন। শুধু তাই নয়, সরস্বতী পুজোর ভোগ অনুরাগ নিজের হাতে রান্না করেন বলেও জানান পরিচালক। প্রায় ভোর সাড়ে চারটে, পাঁচটা পর্যন্ত অন্যবার সরস্বতী পুজোর ভোগ পরিচালক নিজের হাতে রান্না করেন বলেও জানান। পুজোর দিন সেই ভোগ খান বলিউড তারকারা। 


আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী-ইন্দ্রনীল, বিয়ের আসরে টেলি তারকারা


এবারে সব কিছুতেই বাধ সেধেছে করোনা। কোভিডের জেরে এক্কেবারে ঘনিষ্ঠদের নিয়ে বসবে অনুরাগ বসুর সরস্বতী পুজোর আসর। যদিও এবার অল্প কয়েকজনকে নিয়ে অনুরাগ পুজোর আয়োজন করলেও, তা যেন ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা হয়। অনেকেই পরিচালককে এমন অনুরোধও জানিয়েছেন। শুভান্যুধায়ীদের কথা অনুযায়ী ফেসবুকে পুজোর লাইভ স্ট্রিমিং করলেও, অন্যবারের কথা মনে করে যেন স্মৃতিমেদুর হয়ে পড়ছেন পরিচালক।