বাণীবন্দনায় পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রসিদ খান
আজ সরস্বতী পুজো। সমস্ত বাঙালির মতোই বাগদেবীর আরধনায় সামিল শিল্পী মহল। প্রত্যেক বছরের মতো এবছর বাণীবন্দনা মাতলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর গানের স্কুল শ্রুতিনন্দনে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। যেখানে সামিল ছিলেন ছোট থেকে বড় তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: আজ সরস্বতী পুজো। সমস্ত বাঙালির মতোই বাগদেবীর আরধনায় সামিল শিল্পী মহল। প্রত্যেক বছরের মতো এবছর বাণীবন্দনা মাতলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর গানের স্কুল শ্রুতিনন্দনে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। যেখানে সামিল ছিলেন ছোট থেকে বড় তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীরা।
গানের সুরেই হল বাণীবন্দনা। দেবী সরস্বতীর সামনে বাগদেবীর স্তোত্র পাঠ করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। পরে ছাত্র-ছাত্রীর সঙ্গেই 'দেবী সরস্বতী ভবানী' গানের সুরে আরাধনায় সামিল হলেন শিল্পী ।