নিজস্ব প্রতিবেদন: কলকাতার পর এবার মুম্বইতেও প্রশংসিত শাশ্বত চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর ছবি নেটওয়ার্ক। ছবিটি মুম্বইতেও বেশ ভালোই ব্যবসা করেছে বলে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছেন পরিচালক সপ্তাশ্ব বসু। তাঁর কথায়, ছবিটি দেখার পর অনেকেই তাঁর কাছে আলাদা করে এসে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৬ সেপ্টম্বর মুম্বইতে মুক্তি পায় পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি নেটওয়ার্ক। মুক্তির দিন মুম্বইতে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, তিনিই 'নেটওয়ার্ক'এ কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার, সপ্তর্ষি রায়, রজত গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা বনিক, বিদ্যুৎ দাস, কার্তিকে ত্রিপাঠি, ঈশানি ঘোষ সহ অন্যারা।


আরও পড়ুন-গিয়েছিলেন গণপতি দর্শনে, চটি হারিয়ে খালি পায়েই ফিরলেন স্বরা ভাস্কর



প্রসঙ্গত, কলকাতায় গত ২১ জুন মুক্তি পেয়েছিল শাশ্বত-সব্যসাচী জুটির নেটওয়ার্ক। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রসেনজিৎ ঘোষাল (ডাব্বু), চিরন্তন বন্দ্যোপাধ্যায়, রাজ ডি, অভিরাজ সেন। গান গেয়েছেন শান, শত্রুজিৎ দাশগুপ্ত সহ অন্যান্যরা। সিনেমাটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। এই ছবির প্রযোজনা করেছে NEO STUDIOS। চিত্রনাট্য লিখেছেন রিনি ঘোষ ও সপ্তশ্ব বসু।


আরও পড়ুন-টানটান উত্তেজনা, সাসপেন্সে ভরা 'নেটওয়ার্ক', না দেখলে মিস করবেন