`সাথী` নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীকে এখন কেমন দেখতে হয়েছে জানেন
প্রিয়াঙ্কা ত্রিবেদীকে মনে আছে নিশ্চয়ই? থাকবারই কথা। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। `সাথী`, `সঙ্গী`র মতো ব্লকবাস্টার হিট ছবি করেছিলেন। তারপরই হঠাত্ করে উধাও হয়ে গেলেন। কন্নড় সুপারস্টার উপেন্দ্রর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা। ২০১১ সালে শেষ বাংলা ছবি `হ্যালো মেমসাহেব`-এ অভিনয় করেছিলেন।
ওয়েব ডেস্ক: প্রিয়াঙ্কা ত্রিবেদীকে মনে আছে নিশ্চয়ই? থাকবারই কথা। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। 'সাথী', 'সঙ্গী'র মতো ব্লকবাস্টার হিট ছবি করেছিলেন। তারপরই হঠাত্ করে উধাও হয়ে গেলেন। কন্নড় সুপারস্টার উপেন্দ্রর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা। ২০১১ সালে শেষ বাংলা ছবি 'হ্যালো মেমসাহেব'-এ অভিনয় করেছিলেন।
বাংলা ছবিতে একসময়ে চুটিয়ে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। জিত্, প্রসেনজিতের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। তবে বিয়ে করে নিলেও অভিনয় করা কিন্তু বন্ধ করে দেননি তিনি। বিভিন্ন কন্নড় ছবিতে অভিনয় করছেন। কিন্তু জানেন কি বাংলা ছবির সেই দুষ্টু মিষ্টি নায়িকাকে এখন কেমন দেখতে হয়েছে? দেখুন তাঁর বর্তমান ছবি।