জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সকালে প্রয়াত হন বর্ষীয়ান সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়(Soumendu Roy )। দীর্ঘদিন অস্টিওআর্থারাইটিসে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পথের পাঁচালী থেকেই সত্যজিৎ রায়ের(Satyajit Ray) টিমে ছিলেন তিনি, সেই সময় ছিলেন সুব্রত মিত্রের সহকারী, কিন্তু তারপর ১৫ টি ছবিতে বিশ্ববরেণ্য পরিচালকের সঙ্গে সিনেম্যাটোগ্রাফার হিসাবে কাজ করেছেন কিংবদন্তি সৌমেন্দু রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Kolkata Street Music Festival: স্ট্রিট মিউজিক ফেস্টিভালে এবার দুর্গা বন্দনা, হাজির বাংলার বিভিন্নপ্রান্তের শিল্পীরা


জানা যায় যে ২০১৪ সালেই প্রথম অস্টিওআর্থারাইটিস ধরা পড়ে তাঁর, সেই রোগেই শয্যাশায়ী হয়ে যান ধীরে ধীরে। তবে বিগত বেশ কিছুদিন ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। তবে সচল ছিল মস্তিষ্ক। গুটিয়ে ছোট হয়ে গিয়েছিল শরীরও। এক কথায়, জীবন্মৃত অবস্থাতেই শয্যাশায়ী ছিলেন বলে জানা যায়। বুধবার দুপুর সাড়ে ১২ নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


সৌমেন্দু রায়ের সঙ্গে একটি স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনীক দত্ত। তিনি জানান যে সৌমেন্দু রায়ের সঙ্গে দেখা করে অনেক অজানা গল্প জানতে পারেন তিনি। সেই গল্প তিনি যোগ করেন অপরাজিতর চিত্রনাট্যে। পাশাপাশি আক্ষেপ প্রকাশ করে লেখেন, 'পথের পাঁচালীর সেটে উপস্থিত থাকা কলাকুশলীদের আর কেউ রইলেন না'।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)