ওয়েব ডেস্ক: দিলীপ কুমারের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ২৪১২ বর্গ গজ জমি গৃহ নির্মাণকারী সংস্থা প্রজিতা ডেভলপার্স প্রাইভেট লিমিটেডের আওতামুক্ত করে প্রবীণ অভিনেতাকে ফিরিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি দিলীপ কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে গৃহ নির্মাণকারী সংস্থাটিকে ২০ কোটি টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য।


২০০৬ সালে দিলীপ কুমার ও ওই প্রজিতা ডেভলপার্স প্রাইভেট লিমিটেডের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, বান্দ্রা এলাকায় ২৪১২ বর্গ গজ জমি 'ডেভলপ' করার কথা ছিল সংস্থাটির। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজই শুরু হয়নি সেই জমিতে। এদিকে, সংস্থাটি চুক্তি অনুসারে কাজ করার অনুমতি চাইলে আদালত তা বাতিল বলে ঘোষণা করে। বিচারপতি জে চেলামেশ্বর ও এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে, নির্মাণ সংস্থাটির দাবির স্বপক্ষে কোনও যুক্তি দেখতে পাচ্ছেন না তাঁরা, বরং এর ফলে প্রবীণ অভিনেতা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। (আরও পড়ুন- অভিষেক শুনছেন? ঐশ্বরিয়া 'সেরা' সুন্দরী, পঞ্চমুখ এই অভিনেতা )