শতরূপা কর্মকার: বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিল গোটা বলিউড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ব্ল্যাক লেডি জয়ের দৌড়ে নাম লিখিয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, দ্য কাশ্মীর ফাইলস, জুগজুগ জিয়ো, বাধাই দো, গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি এবং ২০২২ সালের অন্যান্য অনেক চলচ্চিত্র। তবে সকলকে টেক্কা দিয়ে বেশির ভাগ পুরস্কার ঝুলিতে পুরেছে আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ও বাধাই দো। দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ জয়ীদের পুরো তালিকা-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: প্রেম চোপড়া
শ্রেষ্ঠ চলচ্চিত্র: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিক): বাধাই দো
সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা অভিনেতা (ক্রিটিক): সঞ্জয় মিশ্র (বধ)
সেরা অভিনেত্রী (ক্রিটিক): ভূমি পেডনেকার (বধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনসালী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)


আরও পড়ুন: Jiah Khan Suicide Case: এক দশক পর স্বস্তিতে সুরজ! জিয়া খান আত্মহত্যা মামলায় চূড়ান্ত রায় আদালতের...


সেরা সংগীত অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব- শিবা)
সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)
সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল এবং সুমন অধিকারী (বাধাই দো)
সেরা ডেবিউ অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুন্ড)
সেরা ডেবিউ অভিনেত্রী: আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)
সেরা ডেবিউ পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (বধ)


সেরা লিরিক: অমিতাভ ভট্টাচার্য,কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা) 
সেরা গায়ক: অরিজিৎ সিংহ, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা) 
সেরা গায়িকা: কবিতা শেঠ, রঙ্গিসারি গানের জন্য (যুগ যুগ জিয়ো)
নতুন সংগীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবী শ্রীমঙ্কা, ঢোলিডার জন্য (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং রিডিফাইন (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)


আরও পড়ুন: Jeet | Srijit Mukherji: বাংলায় ‘মশালা এন্টারটেনার’ ফিরিয়ে আনার বড় পদক্ষেপ ‘চেঙ্গিজ’! জিৎকে কুর্নিশ সৃজিতের...


সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জি (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা কোরিওগ্রাফি: কৃতি মহেশ, ঢোলিডা-র জন্য (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)


রেড কার্পেটে সকলের উপস্থিতিও ছিল নজরকাড়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন সলমান খান এবং মনীশ পল। ভিকি কৌশল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং জ্যাকলিন ফার্নান্ডেজ ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ এই ইভেন্টে পারফর্ম করেন। নিজ নিজ স্টাইলে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট, রেখা, কাজল, আয়ুষ্মান খুরাণা, ভিকি কৌশল, অনিল কপুর সহ অন্যান্য অনেক বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)