ওয়েব ডেস্ক: মস্তিজাদের পর ফের পর্দায় দর্শকদের চোখ টানতে চলেছেন বলিউডের 'হট গার্ল' সানি লিওন। ভরপুর 'সেনসেশন' ও টানটান উত্তেজনা নিয়ে সানির পরবর্তী ছবি 'ওয়ান নাইট স্ট্যান্ড'। শুক্রবার রিলিজ হল 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর টিজার। কয়েক মিনিটের উষ্ণ ছোঁয়াতেই বোঝা যাচ্ছে ছবির ভেতরের 'কেমিস্ট্রি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাসমিন ডিসুজার এই ছবিতে সানির সঙ্গে 'ওয়ান নাইট' রোমান্স করবেন তনুজ ভিরওয়ানি। সেক্সি সানি সবসময় পুরুষদের হৃদয়ে থাকেন, তবে এই ছবিতে সানির সেক্স অ্যাপিল ছাড়াও নজর কাড়বে সানি-তনুজের সেনসেশনাল রোমান্স। এক ঝলক দেখে নিন কেমন হল 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর টিজার।