ওয়েব ডেস্ক: দেবদাস, ওম শান্তি ওম, বাজিগর, দিল সে, রা-ওয়ান, ডনের মতো ছবির পর এবার রইস। দীর্ঘ কেরিয়ারে এই নিয়ে ১৮ বার অনস্ক্রিনে মৃত্যুবরণ করেছেন কিং খান। কোন ছবি তাঁকে সাফল্য এনে দিয়েছে, কোনটি পুরোপুরি ফ্লপ। রইসের ভাগ্যে তাহলে কী আছে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ছবির শেষে মৃত্যুমুখে শাহরুখ এমন দৃশ্য অনস্ক্রিনে দেখেই ভক্তরা কান্নায় ভেঙে পড়েন। তারপরই ছবি হিট। কখনও কখনও করণ অর্জুন, ওম শান্তি ওমের মতো ব্লক বাস্টার হিট। এই দুটি ছবি ছাড়া অতীত দেখলে ছবির ক্লাইম্যাক্সে শাহরুখের মৃত্যু দৃশ্য ভালো মতো সাফল্যের মুখ দেখেছে ৬টি ছবি। ৯৩ এ প্রতিশোধ নিতে গিয়ে শেষে অজয়কে মারা যেতে হয়েছিল ক্রাইম থ্রিলার বাজিগরে। ২৪ বছর আগে সেই সময় ছবির ব্যবসা প্রায় ৮ কোটি। একই বছর যশ চোপড়ার ডরে কিরণের প্রেমে পাগল  রাহুল মেহরা মারা গিয়েছিল সানি দেওলের হাতে। রোমান্টিক নায়ক কীভাবে নেগেটিভ চরিত্রেও সমান সাবলীল তার প্রমাণ এই দুটি ছবি।২০০২ এ সঞ্জয়লীলা বনশালির দেবদাসের শেষ দৃশ্য। সে কি ভোলার! জমিদার বাড়ির বাইরে একবার পারো কে দেখতে মুখিয়ে দেবদাস। পারোর কথা মনে করতে করতেই শেষ নিশ্বাস ত্যাগ দেবদাস শাহরুখের। সিংহদুয়ার বন্ধ হল আর হাততালিতে ফেটে পরল হল। ব্যবসা ৮৪ কোটি। পরের বছরই আবার রোমান্টিক চরিত্র আমন মেহরার অবতার। শুধু দর্শক প্রশংসা নয়, শাহরুখের কাল হো না হো জিতেছিল দুটি জাতীয় পুরস্কার। নাম লিখিয়েছিল ২০০৩-র দ্বিতীয় হায়েস্ট গ্রোসিং ছবির তালিকায়। 


 


ডন কো পকারনা মুশকিল নেহি না মুমকিন হ্যায়। ডন এ সবার চোখে ধুলো দিয়ে মৃত্যুবরণ করলেও ১০০ কোটির ওপর ব্যবসা করে তাঁর মুন্সীয়আনার জোরে ফিরে এসেছিলেন ডন টুতে। একইভাবে সাই-ফাই রা ওয়ানে শেখর শুভ্রামনিয়াম চলে গেছেন। তবে ছবি ব্যবসা করেছে ১৭০ কোটির ওপর। এইভাবেই ১০০ কোটির দৌড়ে নাম লিখিয়েছে শেষদৃশ্যে শাহরুখের মৃত্যু এমন ছবিগুলি। তবে অনস্ক্রিনের মতো ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি অফস্ক্রিনে। এমনও ছবির তালিকাও রয়েছে বৈকি। রাম জানেতে ফাঁসির দৃশ্যে কিংখানের মৃত্যু আর দিল সে তে মনিশার সঙ্গে নিজেই স্বইচ্ছাতে মারা গেলেন। এতকিছুর পর এই ছবি দুটি তেমন ব্যবসা দেয়নি। আর মৃত্যু দৃশ্যে সবসময় শাহরুখ ফ্যানরা তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। এমনটা নয়। অনেকক্ষেত্রেই মনে ধরেনি ছবি। তার প্রমাণ হে রাম, ডুপলিকেট, আর্মি, আনজাম, দুশমন দুনিয়া কা, শক্তি দ্য পাওয়ার। বাদ পড়েনি ফ্যান ছবিটি। দ্বৈত্য চরিত্রে শাহরুখ। সুপারস্টার শাহরুখের হাত ছেড়ে দেন তাঁর ফ্যান গৌরব। এত প্রচেষ্টার পরও ফ্যানের ব্যবসা মোটেও ভালো নয়। তাই পাঁচদিনে আপাতত  ৯৪ কোটির ব্যবসা করা রইসের হাত ধরে এবার শাহরুখের ভাগ্যে শিঁকে ছেড়ে কিনা দেখার। কারণ যাঁরা ইতিমধ্যে রইস দেখে ফেলেছেন তাঁরা জানেন কেমনভাবে নওয়াজউদ্দিনের গুলিতে বিদ্ধ হচ্ছেন গুজরাতের গ্যাংস্টার আব্দুল লতিফ।