`Rakhee`র হাত ধরে বড় পর্দায় একসঙ্গে Shah Rukh- Sanjay
`রা.ওয়ান`(Ra.One) আর `ওম শান্তি ওম` (Om Shanti Om) ছবিতে অল্পক্ষণের জন্যই একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-সঞ্জয়কে।
নিজস্ব প্রতিবেদন : শাহরুখ খান (Shah Rukh Khan) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সিনেমার জগতে দুজনের জনপ্রিয়তাই প্রায় পাহাড় প্রমাণ। তবে বলিউডের কোনও ছবিতে তাঁদের একসঙ্গে সেভাবে দেখা যায়নি। 'রা.ওয়ান'(Ra.One) আর 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবিতে অল্পক্ষণের জন্যই একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-সঞ্জয়কে।
তবে এবার এই দুই বলি তারকার ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই বড় ব্যানারের 'রাখী' বলে ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। একাধিক ভাষায় তৈরি হবে এই ছবি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
আরও পড়ুন-টেনিস তারকা Leander Paes-র প্রেমে হাবুডুবু খাচ্ছেন Yuvraj Singh-র প্রাক্তন Kim!
প্রসঙ্গত, 'জিরো'র পর আপাতত 'পাঠান' (Pathan) ছবির হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে ২০২২ মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) দেখা যাবে KGF-2 এবং শামসেরা (Shamshera) ছবিতে।