Aryan Khan Drug Case: জামিন পেলেন আরিয়ান, সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে দীপাবলির শুভেচ্ছা ফ্যানেদের
বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন পান আরিয়ান খান।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৬ দিন পর জামিন পেলেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। মাদক মামলায় জেলে দিন কাটাচ্ছিলেন আরিয়ান। বুধবার ও বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিনের শুনানি স্থগিত রাখেন বিচারপতি নিতিন সাম্বর। বুধবারই কোর্টের কাছে ১ ঘণ্টা সময় চেয়েছিলেন এনসিবির আইনজীবী অনিল সিং। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় আরিয়ানের শুনানি। দু পক্ষের সওয়াল জবাবের পর অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আরিয়ানের ঘরে ফেরার সংবাদ পেয়ে উচ্ছ্বাসিত শাহরুখ খানের ফ্যানেরা।
ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে মন্নতের সামনে। পোস্টার হাতে হাজির শাহরুখের তবে জামিনের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে আরিয়ান খানের জামিন। হ্যাশট্যাগ ওয়েলকাম ব্যাক আরিয়ানে ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ শাহরুখকে দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছেন কেউ আবার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কিং খানকে।
আরিয়ানের জামিনে খুশির হাওয়া খান পরিবারে। তবে শুধুমাত্র শাহরুখ খানের পরিবার নয়। আরিয়ানের জামিনে খুশি সলমন খানও। টুইটারে সলমনের ফ্যানেরাও পাশে দাঁড়িয়েছে শাহরুখ ও আরিয়ানের।
তবে বৃহস্পতিবারের রাত জেলেই কাটাতে হচ্ছে আরিয়ানকে। শুক্রবার সমস্ত আইনি কাজ সম্পন্ন করে বাড়ি ফিরতে পারেন আরিয়ান। তবে শুধু আরিয়ান নয় বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। আরিয়ানের জামিনের খবরে খুশি বলিউডও। ইতিমধ্য়েই টুইটারে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরা ভাস্কর, সোনু সুদ, আর মাধবন সহ আরও অনেকে।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: ২৬ দিন পর জামিন শাহরুখ পুত্র আরিয়ানের
গত ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি গ্রেফতার করে তাঁকে। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টও খারিজ করে দেয় আরিয়ান খানের জামিনের আর্জি। এরপরই বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী অমিত দেশাই। বম্বে হাইকোর্টে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। অন্যদিকে এনসিবির হয়ে সওয়াল জবাব করলেন এএসজি অনিল সিং। বিচারপতি নিতিন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করেছেন। অবশেষে আরিয়ান খানকে জামিন দেন বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সম্বর।