মহামারীর সঙ্গে লড়াই, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য ২ হাজার পিপিই পাঠালেন শাহরুখ
ধন্যবাদ জানান মন্ত্রী টি এস সিং দেও
নিজস্ব প্রতিবেদন : করোনার সঙ্গে লড়াই চালাতে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাহায্যের জন্য হাত বাড়ালেন শাহরুখ খান। মহামারীর সঙ্গে লড়াই জারি রাখতে ছত্তিশগড়ের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ২ হাজার পিপিই কিট পাঠালেন শাহরুখ খান। কিং খানের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে ব্যবস্থা করা হয় ওই পিপিই-র। শাহরুখের স্বেচ্ছােসেবী সংস্থার তরফে ওই সাহায্য পাওয়ার পরই পালটা ধন্যবাদ জানান ছত্তিশগড়ে মন্ত্রী টি এস সিং দেও।
তিনি বলেন, ছত্তিশগড়ের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাহায্যের জন্য শাহরুখ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ছত্তিশগড়ের মন্ত্রীর কাছ থেকে ধন্যবাদসূচক বার্তা পাওয়ার পর তাঁকে পালটা ধন্যবাদ জানান শাহরুখ খান।
আরও পড়ুন : বিয়ে করলেন বলিউডের অ্যাডাল্ট স্টার শার্লিন চোপড়া?
তিনি বলেন, মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁর যে সামর্থ,সেই অনুযায়ী তিনি সাহায্য করবেন। এই কঠিন সময়ে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় তিনি তাঁর নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেও মন্তব্য় রেন শাহরুখ খান।
বর্তমানে আইপিএল-এর দুবাইতে রয়েছেন শাহরুখ খান। মরু শহরে আপাতত স্ত্রী, সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান।