Shah Rukh Khan: জন্মদিনে আচমকাই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত, শাহরুখের প্রশংসায় নেটপাড়া...
Shah Rukh Khan quits Smoking: শাহরুখ সারাদিন ব্ল্যাক কফি আর সিগারেট খেয়েই থাকেন, একথা সকলেরই জানা। দিনে নাকি ১০০ সিগারেট খাওয়ারও রেকর্ড আছে তাঁর। এবার সেই বদাভ্যাসও বদলে ফেললেন শাহরুখ। ৫৯ তম জন্মদিনে আচমকাই ধূমপান ছাড়ার ঘোষণা করলেন কিংখান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয়ের বাইরেও তাঁর হাজার একটা গুন। তিনি ভালো বাবা, ভালো স্বামী, ভালো ভাই, ভালো বন্ধু, তিনি মেয়েদের সম্মান করেন, তিনি পরিশ্রমী, তিনি তুখোড় ব্য়বসায়ী, ভালো প্রযোজক...অর্থাত্ তাঁকে ভালোবাসার কারণের অভাব নেই। শুধু একটিই খারাপ অভ্যাস তাঁর, তিনি প্রবল ধূমপায়ী। দিনে নাকি ১০০ সিগারেট খাওয়ারও রেকর্ড আছে তাঁর। এবার সেই বদাভ্যাসও বদলে ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ৫৯ তম জন্মদিনে আচমকাই ধূমপান ছাড়ার ঘোষণা করলেন কিংখান।
শাহরুখ সারাদিন ব্ল্যাক কফি আর সিগারেট খেয়েই থাকেন, একথা সকলেরই জানা। শাহরুখের এই ধূমপানের স্বভাবে সবসময়েই চিন্তায় থাকেন তাঁর ফ্যানেরা। শনিবার ছিল সুপারস্টারের ৫৯ তম জন্মদিন। এদিন ফ্যানেদের সঙ্গে দেখা করেন কিংখান। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ নানা বিষয়ে আড্ডাও দেন তিনি। সেখানেই শাহরুখ জানান যে তিনি ধূমপান করা ছেড়ে দিয়েছেন।
এক প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'আমি জানিয়ে রাখি যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে'। শাহরুখের এই ঘোষণা শুনেই হাততালি আর আনন্দে ফেটে পড়েন তাঁর ফ্যানেরা।
শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করতে থাকেন শাহরুখ অনুরাগীরা। তবে এবারের জন্মদিনে মধ্যরাতে মন্নতের বাইরে দেখা দিলেন না ফ্যানেদের। মধ্যরাতে পরিবারের সঙ্গেই কেক কাটেন কিংখান। এরপর শুক্রবার রাত দেড়টা নাগাদ তিনি যায় রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে। সেখান থেকে ফেরেন ভোরে।
আরও পড়ুন- Kinjal Nanda: 'ভাই হিসাবে বাঁচাতে পারিনি, তাই যতদিন না...' ভাইফোঁটায় আক্ষেপ কিঞ্জলের
শনিবার বিকেলে ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তাঁর আইকনিক গানে নাচলেন মঞ্চে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই এই আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই এক ভিডিয়োতে উঠে আসে ধূমপান ছাড়ার কথা।