Shah Rukh Khan : কঠিন সময়ের সঙ্গে লড়াইয়ের মন্ত্র কী? শাহরুখ বললেন...
গত ২ নভেম্বর, আরব সাগরের তীরে উপচে পড়েছিল ঢেউ। নাহ এই ঢেউ সমুদ্রের নয়, ভালোবাসার। `কিং` শাহরুখের প্রতি মানুষের ভালোবাসা প্রায় সমুদ্রের সমান বললে অত্যুক্তি হয় না। প্রিয় তারকাকে নিয়ে মানুষের কৌতুহলও কিছু কম নেই। সেই সব কৌতুহল মেটাতে বেশ কয়েক বছর হল অনুরাগীদের সঙ্গে কথা বলার জন্য মাঝেমধ্যে `ASK SRK` সেশনে যোগ দেন `বাদশা`। যেখানে তাঁকে নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সম্প্রতি, ফের একবার `ASK SRK` সেশনে যোগ দিয়েছিলেন বলিউড `কিং`।
Shah Rukh Khan, Ask Shahrukh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : গত ২ নভেম্বর, আরব সাগরের তীরে উপচে পড়েছিল ঢেউ। নাহ এই ঢেউ সমুদ্রের নয়, ভালোবাসার। 'কিং' শাহরুখের প্রতি মানুষের ভালোবাসা প্রায় সমুদ্রের সমান বললে অত্যুক্তি হয় না। প্রিয় তারকাকে নিয়ে মানুষের কৌতুহলও কিছু কম নেই। সেই সব কৌতুহল মেটাতে বেশ কয়েক বছর হল অনুরাগীদের সঙ্গে কথা বলার জন্য মাঝেমধ্যে 'ASK SRK' সেশনে যোগ দেন 'বাদশা'। যেখানে তাঁকে নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সম্প্রতি, ফের একবার 'ASK SRK' সেশনে যোগ দিয়েছিলেন বলিউড 'কিং'।
তিনি 'বলিউড কিং' হলেও বেশ কয়েকবছর হল সময়টা বিশেষ ভালো যাচ্ছে না শাহরুখের। প্রথমে 'জব হ্যারি মেট সেজল' (২০১৭), তারপর 'জিরো' (২০১৮) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর থেকে আর বড়পর্দায় দেখা যায়নি শাহরুখকে। সিনেমা থেকে দূরেই রয়েছে। তারপর মাদক কাণ্ডে প্রথম সন্তান আরিয়ানের গ্রেফতারিতে 'মন্নত'-এ ঝড় বয়ে গিয়েছিল।জীবনের এই কঠিন সময়গুলি কীভাবে সামলান 'কিং'? সেসময় কীভাবে নিজেকে নতুন উদ্যোমের জন্য উৎসাহিত করেন? অনুরাগীর এমন প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'একবার যদি ভালো জিনিসে বিশ্বাস করতে শেখো, তাহলে খারাপ সময় পার করে ফেলতে পারবে।'
আরও এক অনুরাগী কিং খানকে প্রশ্ন করে করোনা পরবর্তী সময়ে তাঁর জীবনযাপনে বড় কী পরিবর্তন এসেছে? 'বাদশা'র উত্তর ছিল, 'আমার মনে হয়, তাড়াহুড়ো করে আমি আর সবকিছু করতে চাই না।'
আরও একজন তাঁকে প্রশ্ন করেন মন্নতের বাইরে এত মানুষকে তাঁর জন্মদিন পালন করতে দেখে কেমন লাগে? শাহরুখ বলেন, 'কোভিডের কারণে বেশ কয়েক বছর বহু বিধি-নিষেধ ছিল, এতদিন পর এত মানুষ দেখা করতে এসেছেন দেখে ভালোই লাগছে।'
তাঁর জন্মদিনে কত মানুষ তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন তারই ঝলক পোস্ট করে ট্য়ুইটারে শাহরুখ লেখেন, 'আমি যা দেখছি, এতো ভালোবাসার সমুদ্র। আমার দিনটা এত স্পেশাল করে তোলার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞ..., আপনাদের জন্য শুধুই ভালোবাসা রইল।'
২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। ১ নভেম্বর রাত থেকেই মন্নতের বাইরে উপচে পড়েছিল ভিড়। জনসমুদ্র বলাই ভালো। কারো হাতে কেক, কারোর হাতে, মিষ্টি, আরও কত উপহার কেউ বা বিশাল আকারের পোস্টা নিয়ে এসেছে।। শুধু একটি বার, একটি বার প্রিয় তারকা, 'কিং' খান শাহরুখকে দেখার আশায়। পুলিস উৎসাহী জনতাকে সামাল দিতে হিমসিম খেয়েছে। 'বাদশা' ঠিক আসবেন, দেখা করবেন। এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষায় করে ছিলেন সকলে...। শাহরুখ কাউকেই নিরাশ না করে মন্নতের গেটের ঠিক সামনে বহু উঁচুতে লোহার তৈরি লম্বা ব্যালকনিতে এসে দাঁড়ান তিনি। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, মাথা নত করে হাত জোড় করেন, আবার কখনও চুমুও ছুড়ে দেন। শাহরুখকেও জনসমুদ্রর দিকে পিঠ করে দাঁড়িয়ে দূর থেকেই সেলফি তুলতেও দেখা যায়।