ওয়েব ডেস্ক: তিনি বলিউডের কিং খান। বাদশা। তাঁর বেগম গৌরী খান। পর্দার শাহরুখের জন্য পাগল তামাম বিশ্বের মেয়েরা। অথচ, সেই শাহরুখ খান তাঁর বিবাহিত জীবনে দুর্দান্ত সুখী। অন্তত বাদশা আর তাঁর বেগমকে নিয়ে অন্তত প্রচারমাধ্যমে কোনও স্ক্যান্ডালের খবর নেই। এমন সুখী গৃহকোণের রহস্য কী? বাতলে দিলেন স্বয়ং শাহরুখ খান। একটি সাক্ষাত্কারে শাহরুখ খান বলেছেন, 'আমাদের এই দুর্দান্ত সাংসারিক জীবনের জন্য অবশ্যই অনেক প্রশংসা প্রাপ্য গৌরীর। ওর কাজটা এত সহজ ছিল না। তারকারা সমাজের হয়। কিন্তু গৌরী চিরকাল নিজের একটা অস্তিত্ব প্রতিষ্ঠা করে গিয়েছে। কখনও সে আমার স্ত্রী হিসেবে পরিচিতি নিয়ে বেঁচে থাকতে চায়নি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মেয়েরা ছেলেদের মধ্যে যে ৫ টি জিনিস একদম পছন্দ করে না


কিং খান আরও বলেছেন, 'আমাদের তিন সন্তানও আমাদের এই ভালো সাংসারিক জীবনের অন্যতম কারণ। বড়জন তো ১৮ বছরের হয়ে গেল। পরেরটি ১৬ বছরের। আর আমাদের পরিবারের সবথেকে খুদে সদস্য এখন তিন বছরের। ওদের নিয়ে আমাদের জীবন কেটে যাচ্ছে।'


আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM