নিজস্ব প্রতিবেদন: খেলার মাঠ হোক কিংবা লং ড্রাইভ, জন্মদিন পার্টি,  সব জায়গাতেই কিং খানের ছায়া সঙ্গী ছোট্ট আব্রাম। সেও বাবা বলতে অজ্ঞান। বাবার সবকিছুই যেন এই বয়সেই অনুকরণ করতে চায় সে। অবিকল যেন ছোট্ট শাহরুখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরিয়ান ও সুহানা এখন অনেকটাই বড়, তাই আব্রামকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন শাহরুখ। একথা নিজেই জানিয়েছিলেন। মাঝে মধ্যেই আব্রামের সঙ্গে শিশুসুলভ ভাবেই খেলায় মাততে দেখা যায় কিং খানকেও। এই যেমন কয়েকদিন আগেই আব্রামের সঙ্গে পাল্লা দিয়ে নাচানাচি করার ভিডিও টুইট করেছিলেন শাহরুখ। 



আরাধ্যার জন্মদিন পার্টিতে গিয়ে আর পাঁচটা বাচ্চার মতোই আব্রামকে নিয়ে নাগরদোলাতেও চড়ে বসলেন কিং খান। বিষয়টা আব্রাম যে বেশ উপভোগ করছিল তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সঙ্গে কাউকে না পেয়ে একাই নাগরদোলায় চড়ে বসলেন অভিষেকও।  সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 



আরও পড়ুন- অমিতাভ নাকি শাহরুখের 'বাবা'!