ওয়েব ডেস্ক: এ কোন অবতারে দেখা গেল শাহরুখ খানের সন্তানদের! সি বিচে বিকিনি পরে ভাই আব্রামের সঙ্গে খেলা করছেন সুহানা! ইন্টারনেটে এখন এই ছবিই ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একেবারে অন্য অবতারে দেখা গেল বলিউড বাদশার সন্তানদের। ইনস্টাগ্রামে চমকে ওঠার মতো ছবি পোষ্ট করছেন শাহরুখ কন্যা সুহানা। সি-বিচে বিকিনি পরে হলিডে এনজয় করছেন তিনি!


সত্যিই চমকে ওঠার মতো এ ছবি। একে তো শাহরুখ খানের মেয়ে, সে নাকি আবার বিকিনিতে! তবে সঠিকভাবে বোঝা যাচ্ছে না এই ছবিটা সত্যিই বাদশার মেয়ে কিনা। কারণ, ছবিতে মেয়েটি মুখ ঢেকে রয়েছেন। পাশে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলেকেও। তবে সেকি আব্রাম! না হওয়ার কিছুই নেই। কয়েকদিন আগেই বন্ধুদের সঙ্গে পার্টি করার হট ছবি দিয়েছিলেন সুহানা। আর বাবা যেখানে এত হট, সেখানে মেয়ে তো এবার একটু ঝলক দেখাবেই।