বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর
সম্প্রতি করিনা কাপুর খানের শোয়ে হাজির হন শর্মিলা ঠাকুর, সেখানেই উঠে আসে পুরনো কথা
নিজস্ব প্রতিবেদন: মনসুর আলি খান পতৌদির সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, তখন বয়স কম ছিল৷ ওই সময় পুরোপুরি বাঙালি ঘরের মেয়ে ছিলেন তিনি৷ ভাত, মাছ খাওয়া থেকে শুরু, আরও অনেক কিছু, যা একেবারেই অচল ছিল পতৌদি রাজপ্রাসাদে৷ কিন্তু সবকিছুকে সঙ্গে নিয়ে, মানিয়ে নিয়েছিলেন পতৌদি পরিবারের সবাইকে৷ বিয়ের পরের দিনগুলি কেমন ছিল, সম্প্রতি সে বিষয়েই মুখ খোলেন (Sharmila Tagore) শর্মিলা ঠাকুর৷
আরও পড়ুন : শর্মিলার জন্মদিনে রণথম্ভোরে পতৌদিরা, দেখুন সইফ, করিনাদের অন্যরকম ছবি
সম্প্রতি (kareena Kapoor Khan) করিনা কাপুর খানের রেডিয়ো শো-তে হাজির হন শর্মিলা৷ বউমার শোয়ে হাজির হয়ে বিয়ের পরের দিনগুলি নিয়ে মুখ খোলেন মনসুর আলি খান পতৌদির বেগম সাহেবা৷ তিনি বলেন, বিয়ের পরও (Rice) ভাত খেতে ভালবাসতেন তিনি৷ কিন্তু পতৌদিদের পছন্দ ছিল রুটি, পরোটা জাতীয় খাবার৷ শুধু তাই নয়, বাঙালি বলে প্রথম থেকেই মাছের প্রতি তাঁরও ছিল অমোঘ টান৷ কিন্তু (Mansoor Ali Khan Pataudi) মনসুর আলি খান একেবারেই মাছ পছন্দ করতেন না৷ ফলে খাবার নিয়ে তাঁদের মধ্য়ে প্রায়শই মতবিরোধ হত বলে জানান শর্মিলা ঠাকুর৷ তবে দুজন দুই প্রান্তের মানুষ হয়েও, শেষ পর্যন্ত তাঁরা একে অপরের সঙ্গে সবকিছু মানিয়ে নিয়ে সংসার করে যান বলে জানান শর্মিলা ঠাকুর৷
আরও পড়ুন : শান্তি নেই? সইফকে নিয়ে সমস্যায় পড়েছেন করিনা?
সম্প্রতি ৭৫-এ পা দেন শর্মিলা ঠাকুর৷ মায়ের জন্মদিন উপলক্ষে এক জায়গায় হাজির হন (Saif Ali Khan) সইফ আলি খান, (Soha Ali Khan) সোহা আলি খান-রা৷ শুধু তাই নয়, মায়ের জন্মদিন উপলক্ষে রণথম্ভোরে হাজির হন পতৌদিরা৷ যেখানে সইফ, সোহার সঙ্গে করিনা, কুণালরাও হাজির হন৷