নিজস্ব প্রতিবেদন: আবারও একবার পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) রাজ কুন্দ্রার (Raj Kundra) পক্ষে সওয়াল করলেন মডেল অভিনেতা গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)। এবারও তিনি তোপ দাগলেন মডেল অভিনেতা শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) দিকে। গহনার দাবি শুধুমাত্র প্রচারে থাকার জন্যই রাজের দিকে আঙুল তুলেছেন শার্লিন। এর আগেও বহুবার রাজের পক্ষে নিয়ে কথা বলেছেন গহনা। এমনকি পুলিসের কাছেও চিনি জানিয়েছিলেন রাজ কখনই কাউকে জোর করে বোল্ড কনটেন্ট শুট করাননি। অন্যদিকে শার্লিন চোপড়া দাবি করেছিলেন যে রাজ তাঁকে জোর করেই পর্নোগ্রাফি শুট করেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গহনা জানান যে,'শার্লিনের কোনও কাজ নেই, তাই খবরে থাকার জন্য রাজের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। এছাড়া নিজেকে বাঁচাতে আগেভাগেই রাজের বিরুদ্ধে বলতে শুরু করেছেন তিনি। কারণ বোল্ড কনটেন্ট বানানোর জন্য যেকোনও সময় পুলিস তাঁকে ডেকে প্রশ্ন করতে পারে। কিন্তু এখন রাজের উপর রাগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্পা শেট্টির নীরবতা। শার্লিনের কোনও মন্তব্যের উত্তর দেননি শিল্পা। এমনকি শার্লিনের বিরুদ্ধে মানহানি মামলা করারও প্রযোজন বোধ করেননি তিনি, এতেই ক্ষেপেছেন শার্লিন।'


আরও পড়ুন: Shruti Das: শুরু সেলিব্রেশন, জন্মদিনে বয়ফ্রেন্ডের থেকে ডবল উপহার 'দেশের মাটি'র নোয়ার


গহনা আরও বলেন যে, 'শার্লিন অকৃতজ্ঞ নাহলে সে রাজের বিরুদ্ধে কথা বলতো না। রাজের দৌলতে অনেক অর্থ রোজগার করেছেন তিনি। যে বিলাসবহুল জীবন কাটান শার্লিন তার জন্য অনেক টাকার দরকার। আর্মস প্রাইমের অ্য়াডল্ট কনটেন্টে অভিনয় করেই সেই টাকা রোজগার করেছেন শার্লিন। রাজের প্রতি তাঁর কৃতজ্ঞ থাকার কথা। তাঁকে পুজো করার কথা, রাজের দৌলতেই আজ ওঁর এই জনপ্রিয়তা। 


শার্লিন দাবি করেছিলেন যে রাজই তাঁকে পর্নোগ্রাফির দুনিয়ায় নিয়ে এসেছে। কিন্তু এবার গহনা দাবি করলেন যে, রাজ নয়, উল্টে শার্লিনই রাজকে পর্নোগ্রাফির দুনিয়ায় এনেছেন। ২০১২ সাল থেকে পর্ন ছবি করছেন শার্লিন। রাজের সঙ্গে তো তাঁর পরিচয় মাত্র আড়াই বছর আগে। তাহলে কি করে রাজের হাত ধরে পর্ন ছবিতে এলেন শার্লিন! রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পরই শার্লিন বুঝতে পেরেছেন আর কেউ তাঁকে পাত্তা দেবে না তাই এবার শিল্পা শেট্টির প্রতি তোপ দেগেছেন শার্লিন।'


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)