নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় এবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নজরে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জানা যাচ্ছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন শিল্পা শেঠি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, শিল্পা (Shilpa Shetty) ও রাজের (Raj Kundra) এই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি টাকার লেনদেন হয়। যার মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক লেনদেনেরও রয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ Hotshots এবং Kenrin Limited থেকে উপার্জনের টাকা এই অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। প্রসঙ্গত,  Kenrin Limited-র মালিক রাজ কুন্দ্রার শ্যালক প্রদীপ বক্সী। তবে সরাসরি লেনদেন নয়, একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা ঢুকেছিল। এছাড়াও রাজ কুন্দ্রার আরও একটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানা যাচ্ছে, যেটা শুধুমাত্র রাজের নামে রয়েছে। তবে অবাক করার বিষয় হল, ২০১৬ সালের পর থেকে রাজ কুন্দ্রার ওই অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন হয়নি। 


আরও পড়ুন-Porn Case : ''আমি Nuefliks-র মালিক নই, শুধু একজন IT Consultant'', দাবি অভিযুক্ত যশ ঠাকুরের


প্রসঙ্গত, গত ২৩ জুলাই শিল্পা শেঠি (Shilpa Shetty)  ও রাজ কুন্দ্রার  (Raj Kundra) বাড়িতে তল্লাশি চালায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ওইদিনই শিল্পাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর সমস্ত অ্যাকাউন্টের ডিটেলসও খতিয়ে দেখা হবে বলে জানা যায়। এদিকে আগেই আফ্রিকার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও রাজের অ্যাকাউন্টে লেনদেনের তথ্য সামনে এসেছে। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ পর্নোগ্রাফি ব্যবসা থেকে উপার্জনের টাকা অনলাইন বেটিং-এ লাগাতেন রাজ। 


সূত্র মারফত জানা গিয়েছে মারকারি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা রয়েছে যার 'ইউনাইটেড ব্যাংক অফ আফ্রিকা'তে অ্যাকাউন্ট রয়েছে। এই সংস্থা অনলাইন বেটিং এবং ক্যাসিনো গেমিংয়ে কাজ করে। রাজ কুন্দ্রার (Raj Kundra) ইয়েস ব্যাংক অ্যাকাউন্টে ওই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে  টাকা এসেছে। যে কারণে ক্রাইম ব্রাঞ্চ সন্দেহ করে যে রাজ কুন্দ্রা অনলাইন বেটিংয়ের জন্য পর্নোগ্রাফির (Pornography)  অর্থ ব্যবহার করতেন।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)