ওয়েব ডেস্ক : সকালে উঠে ওয়ার্কআউট করছেন। ডায়েট মেনেও চলছেন। কিন্তু, মেদ কিছুতেই ঝরছে না। সামনে পুজো, অথচ কিছুতেই মনমত 'ফিগার' পাচ্ছেন না। এদিকে  টক দই, শশা, ওটস খেতে খেতে মুখে অনীহা ধরে গিয়েছে। তাও কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্থাত, মনমত পোশাক পরতে পারছেন না। কিন্তু, মন খারাপ করবেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও, এখন থেকেই সেলিব্রিটিদের ডায়েট চার্ট মেনে খাওয়াদাওয়া শুরু করে দিন। কে জানে, এবারে পুজোয় আপনাকে দেখেই তাক লেগে যায় অন্যদের। কারণ, সেলিব্রিটিদের ব্রেকিং ব্রেকফাস্ট মেনুতে আজ  জনাব  শিল্পা শেঠির সকালের খাবার নিয়ে।


অর্থাত, বলিউডের অন্যতম গ্ল্যাম গার্ল শিল্পা কীভাবে মা হওয়ার পরও নিজেকে এমন আকর্ষণীয় করে রেখেছেন, দেখে নিন তাঁর সিক্রেট।


যোগা দিয়ে সকাল শুরু করলেও, শিল্পা কিন্তু  প্রোটিন শেক এবং কিসমিস দিয়েই ব্রেকফাস্ট সারেন প্রায় প্রতিদিন। সেই সঙ্গে ফল খেতেও ভোলেন না রাজ কুন্দ্রার স্ত্রী। তাই আর দেরি না করে চটপট শিল্পার সকালের খাবারের মেনু দেখে ডায়েটটা শুরু করে দিন এবার।