ব্যুরো: বয়স ৪২ পেরোলেও কমেনি যৌবনের দীপ্তি। সব রহস্য লুকিয়ে আছে যোগে। স্পেনের রাজধানী মাদ্রিদে এক অনুষ্ঠানে তেমনই দাবি করলেন শিল্পা শেট্টি। যোগাভ্যাস করে মুগ্ধ করলেন দর্শকদেরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউডের যোগ, বিয়োগ, লসাগু, গসাগুতে এখন তেমনভাবে তাঁর আর যোগদান নেই। তিনি আছেন বিশুদ্ধ যোগে। সেই যোগ থেকেই যোগাযোগ স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অনুষ্ঠানে। তিনি শিল্পা শেট্টি। যোগ করলেন-করালেন। চেহারায় কুড়ির জৌলুস। সবই যোগ। জীবন থেকে যৌবনকে বিয়োগ করতে না চাইলে যোগই নাকি ভরসা। শিল্পা বলেছেন তাঁর জীবনে যোগের ভূমিকা।


শুধু মাদ্রিদ নয় বিদেশের মাটিতে এর আগেও বেশ কয়েকবার যোগ প্রদর্শন করেছেন শিল্পা। এবার মাদ্রিদে । স্পেনের মাটিতে লোক কিন্তু কম হয়নি।