`শুট ফ্রম হোম` মানে বাড়ি থেকে শুটিং, অন্যথা হলে দায় `আর্টিস্ট ফোরাম`-র নয়
সোশ্যাল মিডিয়ায় সরব আর্টিস্ট ফোরাম, খোলা চিঠি দিলেন শান্তিলাল
নিজস্ব প্রতিবেদন-টলিপাড়ায় শুটিং বিতর্ক অব্যহত। কখনও ডিজাইনারের স্টুডিও তো কখনও রিসর্টে চলছে শুটিং। টেকনিশিয়ান ছাড়া শুটিং করায় একাধিক বার প্রযোজকদের বিরুদ্ধে সরব হয়েছে ফেডারেশন। এবার মুখ খুলল আর্টিস্ট ফোরাম। অত্যন্ত জরুরী ঘোষণা হিসেবে এই তথ্য সব শিল্পীদের হোয়াটস অ্যাপে পাঠিয়েছিলেন তাঁরা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরলেন।
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের (W B Motion Picture Artists Forum) যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের (Shantilal Mukherjee) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-'আমাদের শুটিং করা নিয়ে কোনও আপত্তি নেই কারণ বিধি নিষেধের কোথাও শুটিং না করার কথা লেখা নেই। তবে আমরা 'শুটিং ফ্রম হোম' এ রাজি হয়েছি। কীভাবে রিসর্ট বুকিং নিচ্ছে শুটিংয়ের সেটা বরং আমার প্রাথমিক জিজ্ঞাসার। সকলের ভালোর জন্য বাড়ি থেকে শুটিং করা উচিৎ। সরকারি বিধি নিষেধ না ভেঙ্গে যেভাবে বেশি সংখ্যক শিল্পীকে নিয়ে শুটি করা যায় তাই করুন আমাদের কোনও আপত্তি নেই।'
তিনটি শর্তে শুটিং করার কথা পোস্ট করা হয় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে, তাঁরা লেখেন-
১.সরকারি আচরণবিধি কোনভাবে ভঙ্গ করা যাবেনা। নিজের বাড়ি থেকেই শুটিং করতে হবে। যদি কোন সদস্য নিজের বাড়ির বাইরে গিয়ে শুটিং করেন, তাহলে ফোরাম তাঁকে কোনভাবে সমর্থন করবেনা। কারোর কোন অনুরোধেই নিজের বাড়ির বাইরে গিয়ে শুটিং করবেন না।
২. ফোরাম 'শুটিং ফ্রম হোম' এ রাজি হয়েছে এই শর্তে যে, চলতি প্রযোজনাগুলিতে যে সমস্ত কলাকুশলী জড়িত আছেন, তাঁরা বর্তমানে কাজ করুন বা না করুন, তাঁদেরকে যেন প্রাপ্য এবং পূর্ণ পারিশ্রমিক দেওয়া হয়। প্রযোজকদের কাছে ফোরাম দাবি জানিয়ে রেখেছে।
৩. 'শুটিং ফ্রম হোম' এ যত বেশি সম্ভব শিল্পীকে একটি দৃশ্যে রাখা যায় তার আবেদনও রেখেছে আর্টিস্ট ফোরাম। প্রযোজকরা আবেদনটির সঙ্গে সহমত এবং ধারাবাহিকে গল্পের প্রয়োজন অনুযায়ী যাতে বেশি সংখ্যক শিল্পীকে সামিল করা যায়, সেই চেষ্টা করছেন তাঁরা।
অন্যদিকে জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে দিগন্ত বাগচির (Diganta Bagchi) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান 'শুট ফ্রম হোম' মানে বাড়ি থেকে শুটিং করতে হবে। তিনি এও জানান রিসর্ট বা অন্য কোথাও শিল্পী শুটিং করে সমস্যায় পড়লে তার দায় আর্টিস্ট ফোরামের নয়। হিরো হিরোইনদের বাইরে বেশিরভাগ শিল্পীরাই বঞ্চিত হবেন, এরপরেও সকলের সুস্থতার কথা ভেবেই এই সিদ্ধান্তে রাজি হয়েছে আর্টিস্ট ফোরাম।