Shoojit Sircar: ছোটবেলায় বাবার সঙ্গে প্রথম `পথের পাঁচালী` দেখা, সিনেমাহলেই ঘুমিয়ে পড়েছিলাম; সুজিত সরকার
সুজিত সরকার বলেন,`আমার অফিসে ওঁর ছবির পোস্টার লাগানো আছে। কেউ এলেই জিগেস করি সত্যজিতের ছবি দেখেছে কিনা। যদি উত্তরে না বলে তখনই ঠিক করে নিই যে এর সঙ্গে কাজ করা যাবে না।`
অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: শুরু হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Kolkata International Film Festival)। এবছর ফিল্ম ফেস্টিভালে সেলিব্রেট করা হচ্ছে সত্যজিৎ রায়ের(Satyajit Ray) জন্মশতবর্ষ। মঙ্গলবার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সুজিত সরকার(Shoojit Sircar)। ছোটবেলা থেকে আজও কীভাবে তাঁর ছবি ও তাঁর যাপনে রয়ে আছেন সত্যজিৎ রায়, সে কথাই শেয়ার করলেন পরিচালক।
সুজিত সরকার বলেন,'প্রথমবার সত্যজিৎ রায়ের সঙ্গে আমার পরিচয় হয় 'পথের পাঁচালী' ছবির মাধ্যমে। ছোটবেলায় বাবার হাত ধরে প্রথম এই ছবির শো দেখতে গিয়েছিলাম। অনেকটাই ছোট ছিলাম, সিনেমাহলেই ঘুমিয়ে পড়েছিলাম।' তারপর ধীরে ধীরে তাঁর জীবনে বাইবেল হয়ে ওঠেন সত্য়জিৎ রায়। সুজিত সরকার বলেন,'আমার অফিসে ওঁর ছবির পোস্টার লাগানো আছে। কেউ এলেই জিগেস করি সত্যজিতের ছবি দেখেছে কিনা। যদি উত্তরে না বলে তখনই ঠিক করে নিই যে এর সঙ্গে কাজ করা যাবে না। সত্যজিৎ রায়কে চেনার সময়ে আমার কৌতুহল তাঁর টেকনিক নিয়ে ছিল না। আমার মানুষটাকে জানার ইচ্ছে ছিল। পরিচালকের মধ্যে লুকিয়ে থাকা মানুষটা আমায় টানত। একটা রহস্য ছিল ওঁর মধ্যে, আমি সেটা জানতে চেয়েছিলাম। আজও ওঁর কাজ দেখে অনুপ্রাণিত হই।'
সুজিত সরকার আরও বলেন,'সত্যজিৎ রায় নিজেই নিজের ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন,কারণ তাঁর দেখা চরিত্রগুলো অন্য কেউ দেখতে পেত না। আমার ছবি দেখে যদি কেউ বলে আমার ছবি স্লো তাহলে আমি খুশি হই কারণ সত্যজিতের ছবিও স্লো হয়, তার মানে আমি সঠিক পথেই আছি। আমি সেই দর্শককে বোঝাতে পারিনি, কীই বা বোঝাবো। 'অক্টোবর'-এ যে কটা সংলাপহীন সিন ছিল, সেই সবকটাই সত্যজিতের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। আমি জানি যে সত্যজিৎ রায় বাধ্য হয়েই তাঁর ছবি পোস্টার ডিজাইন করতেন, মিউজিক বানাতেন কারণ তাঁর মতো করে বিষয়টা কেউ বুঝতে পারত না।' তিনি কতটা সত্যজিৎ রায়ের ফ্যান তা বোঝাতে সুজিত সরকার একটা মজার ঘটনা শেয়ার করেন,'গুলাবো সিতাবো ছবির শুট করেছিলাম লক্ষ্ণৌয়ে। আমায় একজন জানালো যে ওখানে একটি হোটেলে সত্যজিৎ রায় এসে থাকতেন, আমি তারপর থেকে লক্ষ্ণৌ গিয়ে ওখানেই থাকি।'
আরও পড়ুন: Dev-Jeet: গালে নয়, দেবের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনের ইচ্ছে জিতের, সম্মতি অভিনেতার