নিজস্ব প্রতিবেদন: গোটা পরিবার নিয়ে গিয়েছিলেন কুম্ভমেলায়। পুণ্যস্নানে। ফিরে এসেই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে। ফেরা হল না বাড়ি। বৃহস্পতিবার রাত ১০টায় সুরকার জুটি নাদিম-শ্রবণের (Naddem-Shravan) শ্রবণ রাঠোরের মৃত্যু হল করোনায়। 
শুক্রবার সকালে বাবার আক্রান্ত হওয়ার খবরটি সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শ্রবণের জ্যেষ্ঠপুত্র সঞ্জীব। তিনি বলেন, হরিদ্বারে কুম্ভমেলায় গিয়েছিলেন সস্ত্রীক শ্রবণ। মুম্বইয়ে ফিরেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর স্ত্রী বিমলা দেবী ও বড় ছেলে সঞ্জীবও হাসপাতালে ভর্তি হন। বাড়িতে থেকে কোয়ারেনটিন করছিলেন তাঁর ছোটছেলে দর্শন। তুলনামূলকভাবে তাঁর শারীরিক পরিস্থিতি ভাল বলে তিনিই পিতার শেষকৃত্য পালন করেন, বলে জানিয়েছেন শ্রবণ-পুত্র সঞ্জীব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা নেগেটিভ Sonu Sood, স্বাগত জানালেন ভক্তরা


উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড়ের ছবি উৎকণ্ঠায় ফেলেছিল সকলকে। অগুনতি মানুষের জমায়েতে কোভিডবিধি শিকেয় উঠেছিল। না ছিল সামাজিক দূরত্ব, না ছিল অধিকাংশের মুখে মাস্ক। প্রধানমন্ত্রীও বাধ্য হয়েই ই-স্নানের অনুরোধ করেন। সেই সিদ্ধান্ত দেরিতে নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল দেশে।