ওয়েব ডেস্ক: সদ্যই স্বর্ণমন্দির থেকে ঘুরে এলেন অভিনেত্রী শ্রুতি হাসান। স্বর্ণমন্দির দেখতে গিয়ে তাঁর কী অভিজ্ঞতা হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রসঙ্গে শ্রুতি হাসান বলেন, ‘যখন ছোট ছিলাম, তখন থেকেই স্বর্ণমন্দির দেখার খুব ইচ্ছা ছিল। সেই ইচ্ছাপূরণ হল। আর এক দারুণ অভিজ্ঞতাও হল। ওখানকার পরিবেশ অসাধারণ। ওখানকার মানুষেরাও খুব ভালো। এক দারুণ অভিজ্ঞতার জন্য ওখানকার মানুষদের আমি ধন্যবাদ জানাই।’



সূত্র থেকে জানা গিয়েছে, চণ্ডিগড়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শ্রুতি হাসান গিয়েছিলেন। তারই মধ্যে একদিন তিনি অমৃতসরে স্বর্ণমন্দির দেখতে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি শুধু স্বর্ণমন্দির দেখতেই যাননি। ওখানে মন্দিরে আরতিতেও অংশ নিয়েছিলেন।