নিজস্ব প্রতিবেদন : 'কফি উইথ করণ' নিয়ে যতই বিতর্ক হোক না কেন, টক শো-এর কাউচে বসিয়ে একের পর এক সেলিব্রিটির মুখ থেকে গোপন কথা বের করেই আনেন সঞ্চালক। অর্জুন কাপুর-জাহ্নবী কাপুর, সারা আলি খান-সইফ আলি খান, শাহিদ কাপুর-ঈশান খটটরের পর এবার করণের শো-এ হাজির হন অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জাহ্নবীকে দেখে 'সারা জি' বলে ডাক, আঙুল উঁচিয়ে কী করলেন শ্রী-কন্যা!
ভাই-বোন যখন করণ জহরের শো-এ হাজির হন, তখন অমিতাভের সন্তানদের মুখ থেকেও একের পর এক ঘরোয়া কথা উঠে আসে। যেখানে  শ্বেতা বচ্চন নন্দা স্পষ্ট জানিয়ে দেন, সলমন খান-কে তাঁর নাকি বেজায় পছন্দ। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনের মধ্যে সলমন খান-কেই তাঁর বেজায় পছন্দ। 'হটনেস'-এর ক্ষেত্রেও সলমন বাকিদের পিছনে ফেলে দেন বলে মন্তব্য করেন শ্বেতা। বচ্চন-কন্যার উত্তর উত্তর শুনে অভিষেক বচ্চনকে পাল্টা প্রশ্ন করেন করণ।


আরও পড়ুন : সারাকে নিয়ে কী বললেন রোহিত! গুঞ্জন বলিউডে
তিনি জিজ্ঞাসা করেন, ছোট থেকেই কি সলমন খানের উপর শ্বেতার অমোঘ টান রয়েছে? যার উত্তরে অভিষেক বলেন, একদমই না। আগে আমির খান-কে তাঁর দিদি বেশি পছন্দ করতেন। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দিদির পছন্দও পাল্টে গিয়েছে। আমির খানের পরিবর্র্তে এখন তাঁর পছন্দের তালিকায় এসেছেন সলমন খান।