ওয়েব ডেস্ক: আজ জন্মদিন সিল্ক স্মিতার। ডার্টি পিকচারে বিদ্যা বালান অনেকটা তাঁর চরিত্রেই অভিনয় করেছিলেন। রমরিময়ে চলেছিল ডার্টি পিকচার। ব্লকবাস্টার হিট তো বটেই। কিন্তু সিল্ককে নিয়ে বিশেষ কিছু জানা নেই অনেকের। তাই আজ তাঁর জন্মদিনে জেনে নিন সিল্ক স্মিতা সম্পর্কে ৫ টি তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) তাঁকে লোকে সিল্ক স্মিতা নামে চিনলেও, তাঁর আসল নাম হল বিজয়লক্ষ্মী।


২) ১৭ বছরের ফিল্মি কেরিয়ারে ৪৫০-এরও বেশি ফিল্মে অভিনয় করেছেন সিল্ক।


৩) ১৯৭৯-র তামিল ছবি বন্দীচক্রমে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার নাম ছিল সিল্ক। সেই থেকেই দর্শকদের কাছে তিনি পরিচিতি পান সিল্ক নামেই।


৪) ক্লাশ ফোরের বেশি পড়াশোনা করতে পারেননি পয়সার অভাবে। খুব কম বয়সে বিয়েও দিয়ে দেওয়া হয় তাঁর। সেখানেও শ্বশুড়বাড়ির লোকের কাছে নির্যাতিত হয়ে চেন্নাই চলে আসেন সিল্ক।


৫) ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ের এক অ্যাপার্টমেন্টে সিল্ক স্মিতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।