নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবী সিংয়ের প্রথম ছবি 'সিম্বা'। অন্যদিকে সারা আলি খানের এটি দ্বিতীয় ছবি। খুব স্বাভাবিকভাবেই রণবীর-সারার এই ছবি নিয়ে বক্স অফিসে উত্তেজনার পারদ চড়ছে। তবে সিম্বা নিয়ে কী বলছে বক্স অফিস রিপোর্ট? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বানিজ্য বিশারদ অমূল বিকাশ মোহন জানাচ্ছেন, প্রথম দিনে বক্স অফিসে 'সিম্বা'-র শুরুটা বেশ 'জবরদস্ত' হয়েছে। তিনি জানাচ্ছেন প্রথম দিনেই 'সিম্বা'-র বক্স অফিস কালেকশন ১৮ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে ফিল্ম সমালোজন রমেশ বালার দেওয়া তথ্য অনুসারে এই 'সিম্বা'-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন ২২ কোটি টাকা। যা নিঃসন্দেহে অসাধারণ বিষয়।



প্রসঙ্গত, সিম্বার প্রথম দিনের বক্স অফিসে কালেকশন 'পদ্মাবত'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে গেছে। মুক্তির পর প্রথম দিন 'সিম্বা'-র বক্স অফিস কালেকশন ছিল ১৯ কোটি টাকা। সেখানে সিম্বার বক্স অফিস কালেকশন রয়েছে ২২ কোটি টাকা। অনেকেই বলছেন শাহরুখের 'জিরো' নিয়ে সিনেমাপ্রেমীরা হতাশ হওয়ার পর রণবীরের 'সিম্বা' দেখে সেই দুঃখ ভোলার চেষ্টা করছেন সিনেমাপ্রেমীরা। 'সিম্বা'-তে রণবীরের পারফরম্যান্সে উচ্ছ্বাসিত দর্শকরা। দেখুন কে কী বলছেন...


রোহিত শেঠ্টির সিম্বা ছবিটি প্রশংসা করেছেন ফিল্ম সমালোচকার। অনেকেই এউ ছবিকে ৫ এর মধ্যে ৪, কিংবা ৫ এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন। পুরো ছবিটাই একটা এন্টারটেইনমেন্ট সিনেমা বলে জানিয়েছেন তাঁরা। ফিল্ম সমালোচক তরণ আদর্শও ছবিটিকে মশালাদার ছবির কমপ্লিট প্যাকেজ বলে বর্ণানা করেছেন। তিনি এই ছবিকে ৫-এর মধ্যে ৪ দিয়েছেন।



জানা যাচ্ছে, শুধু এদেশের বক্স অফিসেই নয়, অস্ট্রেলিয়ার বক্স অফিসেও কামাল করছেন রণবীরের এই ছবি।  সেদেশে ছবিটি প্রথম দিনেই ১৮০,২৫৩ অস্ট্রেলিয়ান ডলার (৮৮.৫৮ লক্ষ টাকা) ব্যবসা করে ফেলেছে। যা কিনা শাহরুখের দিলওয়ানের প্রথম দিনের ব্যবসার থেকেও বেশি।




রণবীর-সারার 'সিম্বা' খুব শীঘ্রই বক্স অফিসে ১০০ কোটিরও বেশি ব্যবসা ছাড়াবে বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা।