নিজস্ব প্রতিবেদন: মাতৃহীন অরিজিৎ সিং (Arijit Singh)।  বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন  জনপ্রিয় গায়কের মা অদিতি সিং । ছিলেন ভেন্টিলেশনে। সঙ্গে একমো সাপোর্ট। একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তার। চলছিল কিডনি  ডায়ালাইসিসও। ভর্তি ছিলেন ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। করোনায় (Corona) আক্রান্ত হন অদিতি।  মাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন  ও পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। একমো ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক । সেখান থেকেই শরীরের অবনতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Covid সাহায্যে অনুদান চেয়ে তারকাদের পোস্ট, কড়া আক্রমণ Kangana এর



প্রয়োজন হয় রক্তের। এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া  ছিল চ্যালেঞ্জ। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্ত দেওয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। সঙ্গে ছিলেন অরিজিত ও তাঁর স্ত্রী কোয়েল।  এরপরই একের পর এক সমস্যা দেখা যেতে থাকে তার শরীরে।  অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর । মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিত ও বোন অমৃতা। 


আরও পড়ুন: 'ডান্স ডান্স জুনিয়র ২'- তে অনিল-মিঠুন যুগলবন্দি, ফিরল আশির দশকের নস্টালজিয়া