নিজস্ব প্রতিবেদন: প্রয়াত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। সোমবার সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবীন্দ্রসঙ্গীত ও বাংলা গানের জগতে এক চিরপরিচিত নাম। ছোট থেকে অনেক বাঙালিই হয়ত দ্বিজেন মুখোপাধ্যায় গান শুনেই বড় হয়েছেন। আজ তাই দ্বিজেন মুখোপাধ্যায়ের চলেও যাওয়ার খবরে বাংলা সঙ্গীতজগত ও সঙ্গীতপ্রেমী মহলে শোকের ছায়া। ১৫০০রও বেশি বাংলা গান রেকর্ড করেছিলেন এই জনপ্রিয় শিল্পী। চল্লিশ দশকের শেষদিকে সলিল চৌধুরীর সুরে 'একদিন ফিরে যাব চলে', 'ক্লান্তি নামে গো',শ্যামল বরণী ওগো কন্যা দ্বিজেন মুখোপাধ্যায়ের বেশকিছু গান মন ছুঁয়ে যায়। পাশাপাশি বাংলা ছবি 'ক্ষুদিত পাষাণ', 'সন্ধ্যা রাগ'- 'বন পলাশীর পদাবলী', 'কাঁচের স্বর্গ'-এর মতো ছবিতে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত গুলি মন ছুঁয়ে যায়। 


২০১০ সালে পদ্মভূষণ ও ২০১১ সালে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত হন তিনি।