নিজস্ব প্রতিবেদন : ২০১৭ সালেই বিয়ে সেরে ফেলেছেন। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটার এবং তিনি বিষয়টি গোপন করেই রেখেছিলেন। ৩ বছর ধরে গোপনে রাখার পর এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মুখ খুলছেন না কেন বলিউড তারকারা? কাশ্মীরি পণ্ডিত খুনের বিচার চেয়ে সরব প্রীতি


রিপোর্টে প্রকাশ, ২০১৬ সালে সুইতজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাঁকে প্রস্তাব দেন।  মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান মাইক। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তাঁরা বিয়ে সেরে ফেলেন।  কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে স্থির করেন।  সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি। 


 



তবে গোপনে যে মাইকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তা জানার পর বন্ধু এবং সহকর্মীরা তাঁর উপর অনেকেই ক্ষেপে যাবেন বলে মজা করে জানান মোনালি।