নিজস্ব প্রতিবেদন : সঙ্গীতজীবনের ৫০টা বছর পার করে এসেছেন। এখন অসুস্থতায় শয্যাশায়ী। নিজের গাওয়া গান শুনলেও ভিজে ওঠে দুচোখ। 'আমি যে তোমার চিরদিনের হাসিকান্নার সাথী', গানের মাধ্যমে এমনকথা বলেছিলেন যে সঙ্গীতশিল্পী, আজ তাঁর নিজের অসুস্থতার সময়ে যেন বড় বেশি একা শিল্পী নির্মলা মিশ্র। তবুও নিজের প্রিয় মানুষদের পাশে পেলে মনটা ভরে ওঠে, শিল্পী বন্ধুদের কাছে পেতে চান সঙ্গীতশিল্পী।  ২৪ ঘণ্টা-কে একথাই জানিয়েছেন শিল্পী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৫০ বছরের সঙ্গীত জীবন তাঁর তবুও আজ অসুস্থতাই হয়ে উঠেছে সব থেকে বড় বাধা। প্রায় দুবছর ধরেই শয্যাশায়ী। চিকিৎসা চলছে। পাশে দাঁড়িয়েছে সরকার। ওষুধও চলছে নিয়মিত, তবুও গানই তাঁর কাছে সব থেকে বড় ওষুধ বলে মনে করেন শিল্পী। পাশে রয়েছে পরিবার। তবুও আর আগের মত জীবন কাটাতে পারছেন না, গানও গাইতে পারেন না সেভাবে, এটাই আফশোস। বড় একা লাগে। আর এই একাকীত্বই যেন বন্ধুদের প্রতি বড় বেশি অভিমানী করে তোলে শিল্পী নির্মলা মিশ্রকে।