ওয়েব ডেস্ক : কাজি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলির নতুন অ্যালবাম। রেকর্ডিংয়ে ব্যস্ত শোভন। সঙ্গে তিমির, তীর্থ, কিঞ্জল, ইমনের মত একঝাঁক এই প্রজন্মের শিল্পীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম অ্যালবাম রবীন্দ্রসঙ্গীতের। সাফল্যের পর এবার মন দিয়েছেন দ্বিতীয়তে। কাজি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী শোভন গাঙ্গুলির এই অ্যালবাম। মোট ছটি গানের মধ্যে একটি গানে শোভনের সঙ্গে গান গেয়েছেন এই প্রজন্মেরই একঝাঁক শিল্পী। তাঁরা কখনই নজরুল গীতি গাননি। লোকগান বা আধুনিকেই ছিলেন সীমাবদ্ধ।


পুরো অ্যালবামটির সঙ্গীতায়োজনে দেবাশিস গাঙ্গুলি। মূল নজরুলগীতিকে অক্ষুণ্ণ রেখেই সঙ্গীতায়োজন করেছেন তিনি। সামনেই কাজি নজরুলের জন্মদিন, তাঁকে উত্‍সর্গ করে প্রকাশিত হবে অ্যালবামটি।


আরও পড়ুন, বাহুবলী ম্যানিয়ার মাঝে বক্স অফিসে রাজ করবে কোন ছবিটি?