ওয়েব ডেস্ক : ছবিমুক্তির পর ১০০ দিন কেটে গেছে। কিন্তু 'বাহুবলী' জ্বরে এখনও কাবু আট থেকে আশি। প্রভাসে ফিদা কিশোরী থেকে যুবতী। পরের ছবি থেকে বিয়ের প্ল্যান, ফ্যানদের কড়া নজরে প্রভাসের সব কিছুই। এরমধ্যেই 'বাহুবলী' ভাইয়ের বিয়ের প্ল্যান এবার ফাঁস করলেন বোন প্রগতি উপ্পালপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'বাহুবলী : দ্যা কনক্লুশন'-এ অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাসের 'মাখো মাখো' কেমিস্ট্রি ঝড় তোলে পর্দায়। তারপর থেকে ভক্তবৃন্দের দাবি, 'রিল লাইফ জুটি এবার রিয়েলেও গাঁটছড়া বাঁধুক।' যদিও অন্যদিকে আবার কানাঘুষোয় শোনা যাচ্ছে, কোনও এক ব্যবসায়ীর নাতনির সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। তবে, 'বাহুবলী'র বিয়ে নিয়ে সবচেয়ে বড় 'সিক্রেট'টা বোধহয় ফাঁস করলেন বোন প্রগতিই!


বোন প্রগতি উপ্পলপতি বলেছেন,  "বিয়েতে চমক অপেক্ষা করে রয়েছে। খুবই ধুমধাম করে বিয়ে হবে। সবাই খুব মজা করবে।" তবে সেইসঙ্গে তিনি একথাও জানিয়েছেন যে, এখনই বিয়ে হচ্ছে না। কারণ এই মুহূর্তে ভাই প্রভাস কাজ নিয়েই ব্যস্ত। তাই বাহুবলীর বিয়ের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।


অর্থাত্, 'বাহুবলী'র মহিলা ভক্তকুল হাতে আরও কিছুটা সময় পেয়ে গেলেন... বাকিটা সময় বলবে...


আরও পড়ুন, প্রথমবার মা হওয়ার জন্য সঠিক বয়স কোনটা? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত