নিজস্ব প্রতিবেদন : ‘কিউ কি সাস ভি কভি বহু থি’-র প্রধান চরিত্রে ছিলেন তিনি। একতা কাপুরের হাত ধরেই জনপ্রিয় ডেইলি সোপের প্রধান চরিত্র হয়ে উঠেছিলেন তুলসি বিয়ানি। বুঝতেই পারছেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কথা বলা হচ্ছে। কিন্তু, প্রাক্তন বন্ধু তথা পরিচালক একতা কাপুরের কথা শুনে এবার রেগে গেলেন স্মৃতি ইরানি। কেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন স্মৃতি। যেখানে একতা কাপুরের সঙ্গে স্মৃতির ছবি দেখা যায়। আর ওই ছবির নীচেই পুরনো দিনের কথা উল্লেখ করে ভালবাসার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী।



 


আরও পড়ুন : নতুন রূপে সইফ, করিনা, এ যেন ভালবাসার অন্যরকম গল্প


ওই ছবি দেখার পর সেখানে মন্তব্য করেন একতা। তিনি বলেন, জীবনে এমন কিছু মানুষ থাকেন, যাঁরা ‘ওয়াইন’-এর মত। অর্থাত পুরনো হলে যাঁদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়। একতার ওই ‘ওয়াইন’-এর তুলনা দেখে পাল্টা মন্তব্য করেন স্মৃতি।


তিনি বলেন, বর্তমানে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই পানীয়ের সঙ্গে তুলনা না করে, অন্য কিছুর সঙ্গে তাঁর তুলনা করা হোক। যদিও, স্মৃতির ওই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কোনও মন্তব্য করেননি একতা কাপুর।