নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত বিয়েটা ভেঙেই গেল সোফিয়া হায়াতের। এক বছর পার হতে না হতেই ভ্লাদের সঙ্গে বিয়ে ভাঙল প্রাক্তন সন্ন্যাসিনী সোফিয়া হায়াতের। এমনকী, সোফিয়া সন্তানও হারিয়েছেন বলে দাবি করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জলের নীচে মধুচন্দ্রিমায় মিলিন্দ-অঙ্কিতা, ভাইরাল ছবি 


সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেন সোফিয়া হায়াত। সেখানেই ভ্লাদকে ‘মিথ্যেবাদী’ বলে দাবি করেছেন সোফিয়া। শুধু তাই নয়, ভ্লাদের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন এই মডেল। পাশাপাশি, বিচ্ছেদের পর ভ্লাদকে লন্ডনের বাড়ি থেকেও সোফিয়া বের করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন : হিনা খান নাকি সলমন খানের গার্লফ্রেন্ড? দাবি স্বামী ওম-এর


প্রকাশ্যে এ বিষয়ে সোফিয়া কোনও মন্তব্য না করলেও, সোশ্যাল সাইটে স্টেটাস দিয়ে, তা স্পষ্ট করে দিয়েছেন সোফিয়া।


দেখুন সোফিয়া হায়াতের সেই স্টেটাস..


 




এদিকে বিয়ের আগে নিজেকে ‘গাইয়া মাদার সোফিয়া’ বলে দাবি করেন এই মডেল। পাশাপাশি, তিনি নিজেকে সন্ন্যাসিনী বলেও বার বার দাবি করেন। কিন্তু, সন্ন্যাস নেওয়ার বেশ কয়েকদিন পর ফের আগের জীবনে ফিরে আসেন সোফিয়া। এবং ভ্লাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার শুরু করেন। কিন্তু, ২০১৭ সালের ২৪ এপ্রিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলেও, ২০১৮-র এপ্রিলের মধ্যেই ভ্লাদে সংসার ছেড়ে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন সোফিয়া।