Sofia Hayat on Urfi Javed : `উর্ফি ঠিকই জানে যত খোলা শরীর, তত বাজার!`
`মেয়েদের নিয়ে মানুষ একটু বেশিই ভণ্ডামি করে। উর্ফি দুটো কারণে এটা করতে পারে, এক ও প্রচুর টাকা রোজগার করতে চায়, কারণ বলিউডের মানসিকতাই এটা। কিংবা উর্ফি লাইমলাইটে থাকতে চায়, আর ও জানে শরীর দেখিয়ে কীভাবে নজর ঘোরানো যায়।` সোফিয়া জানান, `টপলেস` শব্দটি ব্যবহারে তাঁর আপত্তি রয়েছে। কারণ এই শব্দটি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে। টপলেস অর্থ উন্মুক্ত স্তন। তাই এই শব্দটি ব্যবহার করে অল্পবয়সী যুবকদের মাথা ঘোরানোর চেষ্টা চলছে বলে মনে করেন সোফিয়া।
Sofia Hayat, Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : কখনও সুইম স্যুট, কখনও আবার ব্লেড কিংবা সেফটিপিন দিয়ে তৈরি পোশাক, রোজই নতুন ফ্যাশনে দেখা যায় উর্ফি জাভেদকে। ফ্যাশন সেন্সই লাইমলাইটে এনেছে উর্ফিকে। তাঁর ফ্যাশন সেন্স নজর কেড়েছে খোদ রণবীর সিংয়ের মতো তারকারও। আর এবার উর্ফিকে নিয়ে মুখ খুললেন মডেল, অভিনেত্রী সোফিয়া হায়াত। উর্ফিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সোফিয়া। তাঁর কথায় উর্ফির জানেন, 'কীভাবে শরীর দেখিয়ে নজরে থাকা যায়, চর্চায় থাকা যায়।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোফিয়া হায়াত বলেন, 'মেয়েদের নিয়ে মানুষ একটু বেশিই ভণ্ডামি করে। উর্ফি দুটো কারণে এটা করতে পারে, এক ও প্রচুর টাকা রোজগার করতে চায়, কারণ বলিউডের মানসিকতাই এটা। কিংবা উর্ফি লাইমলাইটে থাকতে চায়, আর ও জানে শরীর দেখিয়ে কীভাবে নজর ঘোরানো যায়।' সোফিয়া জানান, 'টপলেস' শব্দটি ব্যবহারে তাঁর আপত্তি রয়েছে। কারণ এই শব্দটি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে। টপলেস অর্থ উন্মুক্ত স্তন। তাই এই শব্দটি ব্যবহার করে অল্পবয়সী যুবকদের মাথা ঘোরানোর চেষ্টা চলছে বলে মনে করেন সোফিয়া।
আরও পড়ুন-'ছিঃ কাজল, তুমিও! জয়া বচ্চনের মতোই এত খারাপ...'
আরও পড়ুন-চোখে মুখে মাতৃত্বের দীপ্তি, বুকে এক টুকরো কাপড় বেঁধে ফটোশ্যুটে বিপাশা
সোফিয়া আরও বলেন, 'এদেশে টাকা এবং খ্যাতি নৈতিকতার থেকেও বেশি গুরুত্ব পায়। বিগ বসে থাকাকালীন আমি ফাইনালে অংশ নিই নি, কারণ আমার কাছে টাকা আর খ্যাতির থেকেও নৈতিকতা বড়। উর্ফিও তাঁর শরীর অশ্লীলভাবে প্রদর্শন করছে না। যে পুরুষরা উর্ফিকে দেখতে পছন্দ করছেন, তাঁরাই আবার নগ্নতার নামে ভ্রু কুচকাবেন। সেটা একাবারেই তাঁদের সমস্যা। আমি কখনওই উর্ফির বিরুদ্ধে নয়। ইনস্টাগ্রামে বিকিনি ছবি পোস্ট করলে স্বাভাবিকভাবেই লাইক, ভিউ, হিট বেশি আসবে।'
সোফিয়ার কথায়, 'মানুষ শরীর নিয়ে বড় বেশি আসক্ত। পোশাকের ভিতরে কী আছে, তা নিয়েই কৌতুহলী, অথচ অন্তরআত্মা নিয়ে কারোর এত আগ্রহ নেই।'