ওয়েব ডেস্ক: নবমীর দিন তাঁর কোল আলো করে এসেছে তাঁর প্রথম সন্তান। কন্যা সন্তানের '‍মা'‍ হয়েছেন সোহা আলি খান। তাই উৎসবের আবহটা আরও একটু বেশিই উৎসব মুখর হয়ে উঠেছে পতৌদি ও খেমু পরিবারের কাছে।  এই খুশির খবরটা সকলের সঙ্গে সোশ্যাল সাইটে ভাগ করে নিয়েছিলেন সদ্য বাবা হওয়া কুণাল খেমু নিজেই। এবার মেয়ের নামও সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোহা ও কুণালের মেয়ের নাম রাখা হয়েছে '‍ইনায়া নওমী খেমু'‍। ‌‌সকলের মতে নামটি বেশ অন্যধরণের। '‍ইনায়া'‍ একটি উর্দু শব্দ, ‌যার অর্থ '‍ঈশ্বরের উপহার'‍। আর '‍নওমী'‍ শব্দটি এসেছে নবমী থেকে বা নবরাত্রী নবম দিন থেকে, ‌যে সময় মহিষাসুরকে বধ করে মানুষকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা।



সোহা আলি খানের '‍মা' হওয়ার খবরে করিনা কাপুর খান জানিয়েছেন, '‍'‍শেষপ‌র্যন্ত তৈমুর তার খেলার জন্য ছোট্ট একটা বোন পেল।'‍'‍


পতৌদি ও খেমু দুই পরিবারই আপাতত ইনায়ার আসার খুশিতে আত্মাহারা। আমরাও অপেক্ষায় রইলাম ছোট্ট ইনায়ার প্রথম ছবি দেখার জন্য।


আরও পড়ুন- একসঙ্গে পার্টি করলেন প্রভাস-অনুষ্কা, দেখুন সেই ছবি