ওয়েব ডেস্ক : টেড টক-এর অনুষ্ঠানে শাহরুখ খানকে এবার সলমন খান বলে ডাকা হল। একটি সংবাদমাধ্যমের সাংবাদিক আচমকাই শাহরুখকে সলমন বলে ডেকে ওঠেন। তারপর কি হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ টেড টক-এর ওই অনুষ্ঠানে শাহরুখ খানকে সলমন বলে সম্মধনের পর  বাদশা খান নিজে ওই সাংবাদিকের নাম জিজ্ঞাসা করেন। আর তারপরই ‘ঠিক আছে, এরকম হয়ই’ বলেও মন্তব্য করেন শাহরুখ। আর তারপরই হাসির রোল ওঠে ওই অনুষ্ঠানে। বেশ হাসিখুশি মুখেই পুরো বিষয়টিকে সামলে নেন বলিউড বাদশা।


তবে শাহরুখকে সলমন বলে সম্মোধন করার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের একাংশে।