`রিয়াকে ফাঁসাও নাটক`, মিডিয়াকে খোলা চিঠি সোনম, জোয়া অনুরাগের
`নিউজ মিডিয়া অব ইন্ডিয়া (news media of India)` শীর্ষক খোলা চিঠি শুরুই হচ্ছে তীর্যক কটাক্ষ দিয়ে- `তোমাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তোমরা ভালো আছো তো?`
নিজস্ব প্রতিবেদন: রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিচারসভা চলছে চ্যানেলে চ্যানেলে (Media Trial)। ঠিক এই অভিযোগেই রিয়ার পাশে দাঁড়িয়ে খোলা চিঠিতে সংবাদমাধ্যমকে বিঁধলেন জোয়া আখতার, সোনম কাপুর আহুজা, অনুরাগ কশ্যপ, গৌরি শিন্ডের মতো ২৫০০ জন ব্যক্তিত্ব ও ৬০টি সংস্থা। সুশান্ত মৃত্যুতে রিয়াকে নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে কাঁটাছেড়া চলছে, তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সেলেবরা।
'নিউজ মিডিয়া অব ইন্ডিয়া (news media of India)' শীর্ষক খোলা চিঠি শুরুই হচ্ছে তীর্যক কটাক্ষ দিয়ে- 'তোমাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তোমরা ভালো আছো তো?' খোলা চিঠিতে লেখা, 'আমরা জানি তোমারা অন্যরকমও হতে পারো। কারণ, সঞ্জয় দত্ত ও সলমন খানের ক্ষেত্রে তোমাদের সহৃদয়তা দেখেছি। ওদের পরিবার, ভক্ত ও কেরিয়ারের কথা ভাবতে অনুরোধ করেছিলে তোমরা। কিন্তু যখন এক তরুণীর ব্যাপার এল, যিনি এখনও প্রমাণিত নন, অথচ তাঁর চরিত্রহনন করা হচ্ছে। অনলাইনে আক্রমণ করা হচ্ছে রিয়া ও তাঁর পরিবারকে। রিয়ার গ্রেফতারিকে জয় হিসেবে দেখাচ্ছে।'
এনসিবি অফিসে প্রথমবার রিয়ার হাজিরার সময় তাঁকে ঘিরে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ভিড় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। তাতে লেখা, সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে রিয়া চক্রবর্তীকে ঘিরে ধরা হয়েছিল। বহুবার তাঁর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা হয়েছে। 'রিয়া কো ফাঁসাও' নাটকের মাধ্যমে তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তোলা হচ্ছে নীতিনৈতিকতার প্রশ্ন।
বলে রাখি, বলিউডের অনেকেই এগিয়ে এসেছেন রিয়ার সমর্থনে। মিডিয়া সার্কাস বলে কটাক্ষ করে ইনস্টাগ্রামে বিচার চেয়েছেন বিদ্যা বালন। ট্রেন্ডিং হয়েছে #JusticeForRhea।
আরও পড়ুন- জেরায় ৫৫টি প্রশ্নবাণে রিয়াকে বিদ্ধ করেছিল NCB, কী কী জানতে চাওয়া হয়েছিল?