নিজস্ব প্রতিবেদন :  ৮ মে আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সোনম কাপুর। তবে তার আগের দিন ৭ মে রয়েছেন 'মেহেন্দি' ও 'সঙ্গীত'- এর অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন শুধু সোনমের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরা। তবে বিয়ের এখনও দুদিন দেরি থাকলেও ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ৭ তারিখ 'সঙ্গীত' অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন চলছে জোরকদমে। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে সেই সব ভিডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা যাচ্ছে সোনম-আনন্দ আহুজার 'সঙ্গীত' অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করছেন তাঁর আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সেখানে উপস্থিত রয়েছেন বরুণ ধাওয়ান, করণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন কাপুরের মত তারকারাও। সলমন-ক্যাটরিনার  'টাইগার জিন্দা হ্যায়'-এর 'সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত' গানের সঙ্গে চলছে অনুশীলন। তারই মাঝে মজা-মশকরায় ব্যস্ত বরুণ ধাওয়ান, জ্যাকলিনরা।





এদিকে ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে অনিল কাপুরের বাড়ি।




ছবি সৌজন্য : যোগেন শা



আরও পড়ুন-সোনমের বিয়েতে করণ কী উপহার দিচ্ছে জানেন?