নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আক্রমণের মুখে পড়তে হল সোনাম কাপুরকে। ‘কাপুর এন্ড সন্স’-এর অভিনেতা ফাওয়াদ খানকে সম্প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানান অনিল কাপুরের মেয়ে। আর তারপরই আক্রমণের মুখে পড়েন বলিউডের ফ্যাশনিস্তা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই হামলা, পাঠানকোট হামলা যেভাবে ভারতের মানুষের মনে আঘাত দিয়েছে, তার কষ্ট সোনাম কীভাবে বুঝবেন বলে তোলা হয়েছে প্রশ্ন।  আবার কোথাও সোনামের শুধু অর্থের উপরই ভালবাসা রয়েছে বলেও দেওয়া হয়েছে খোঁচা।  বাড়ির কেউ সীমান্তে পাহারা দিলে তবে সোনাম আর এভাবে ফাওয়াদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারতেন না বলেও করা হয়েছে মন্তব্য। যদিও আক্রমণের সামনে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সোনাম কাপুর। 


আরও পড়ুন : অ্যাঞ্জেলিনা হতে গিয়ে কিশোরীর কী হাল দেখুন.. 


উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর একাধিক সংগঠনের ক্ষোভের মুখে পড়ে ভারত ছাড়তে হয় ফাওয়াদ খান, মাহিরা খান, মাওরা হক্কানে সহ একাধিক পাক অভিনেতাকে। এরপর থেকেই আর বলিউডে দেখা যায়নি ফাওয়াদ বা মাহিরা খান-দের। আর তার মাঝেই জন্মদিনে পাক অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে এবার সোশ্যাল সিতে আক্রমণের মুখে পড়লেন সোনাম কাপুর।