নিজস্ব প্রতিবেদন : একুশে পড়লেন জাহ্নবী। এবারের জন্মদিনটা যেন একেবারে অন্যরকম শ্রীদেবী কন্যার কাছে। কারণ, এবার যে মা নেই ‘জানু’-র কাছে। বাবা বনি কাপুর এবং বোন খুশি কপুর সঙ্গে থাকলেও, মন যেন মানছে না শ্রী-র ‘জানু’র। মা-কে ছাড়া বোন যাতে মন খারাপ না করেন, তার জন্য জাহ্নবীকে শুভেচ্ছা জানালেন দিদি সোনাম কাপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মৃত্যুর ১৫ দিন আগে কেন রানিকে ডেকে পাঠিয়েছিলেন শ্রীদেবী?


সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে বোনকে শুভেচ্ছা জানান সোনাম। পৃথিবীর অন্যতম ‘সাহসী মেয়ে’ বলে সেখানে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাম। শুধু তাই নয়, শ্রীদেবীর মত করেই জাহ্নবীকে ‘জানু’ বলেও সম্মোধন করেন সোনাম।


আরও পড়ুন : মা আর নেই, শ্রীদেবীকে ছাড়া কীভাবে জন্মদিন কাটাচ্ছেন জাহ্নবী


দেখুন বোনকে কীভাবে শুভেচ্ছা জানালেন সোনাম..


 



এদিকে এবারের জন্মদিনে কেউ যেন শ্রীদেবীর কথা মনে না করিয়ে দেন জাহ্নবীকে। মা-এর কথা মনে পড়লেই জাহ্নবীর আরও বেশি কষ্ট হবে। সেই কারণে কেউ যেন জাহ্নবীকে শ্রী-র কথা মনে না করিয়ে দেন, এমন আর্জি জানিয়েছেন বনি কাপুরও।


আরও পড়ুন : আমার বোনদের অপমান করবেন না, জাহ্নবী, খুশির পাশে দাঁড়ালেন বনির প্রথম পক্ষের মেয়ে


অন্যদিকে জন্মদিনে মা-কে মনে করে কী লিখলেন জাহ্নবী, দেখুন..