নিজস্ব প্রতিবেদন : সোনাম কাপুর মেহেন্দি এবং সঙ্গীত পার্টিতে যেন খুশিতে উচ্ছ্বল হয়ে উঠেলন অনিল কাপুর। শিল্পা শেঠির সঙ্গে পায়ে পা মিলিয়ে ভাংড়া নাচতে দেখা যায় তাঁকে। শুধু অনিল কাপুর নন, ভাইজির বিয়েতে নাচতে দেখা যায় সঞ্জয় কাপুরকেও। তিনিও যেন কোনও কসুর ছাড়েননি সোনামের বিয়ের অনুষ্ঠানের আনন্দ চেটেপুটে নিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সোনামের হাতে বিয়ের চুড়া, ঝলমলিয়ে উঠেলেন অনিল কন্যা


দেখুন অনিল কাপুর এবং শিল্পা শেঠির সেই ভিডিও...



অন্যদিকে সোনাম কাপুরও হাতে চুড়া পরে ঝলসিয়ে ওঠেন পার্টিতে। শিল্পা শেঠি, অনিল কাপুর, সঞ্জয় কাপুর কিংবা অর্জুন কাপুর, প্রত্যেকেই সঙ্গেই নেচে ওঠেন বিয়ের কনেও।


দেখুন ভিডিও..




দেখে নিন জ্যালিনের নাচও..