মহাভারত-এর গান গাইছে ছোট্ট সোনু, ভিডিয়ো দেখে আপ্লুত নেট জনতা
ভাইরাল হয়ে যায় ভিডিয়ো
নিজস্ব প্রতিবেদন: মহাভারতের টাইটেল সং গাইছেন সোনু নিগম। ১৯৮৯ সালের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুরনো স্মৃতি যেন উসকে উঠল। যেখানে মাত্র ১৬ বছর বয়সের কিশোর সোনু নিগমকে দেখা যাচ্ছে মহাভারতের গান গাইতে। সোনু নিগমের ওই পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : অমিতাভ-জয়ার পারিবারিক ছবি দেখে, রেখাকে নিয়ে খোঁচা নেট জনতার
দেখুন...
এদিকে লকডাউনের জেরে বর্তমানে দুবাইতে আটকে রয়েছেন সোনু নিগম। দুবাইতে থাকাকালীন সোনুর ২ বছরের পুরনো আজান ট্যুইট ফের সোশ্যাল মিডিয়া শোরগোল ফেলে দেয়। ২০১৭ সালে সোনুকে নিয়ে যে আজান বিতর্ক শুরু হয়, তার প্রক্ষিতে বলিউড গায়ককে দুবাই পুলিসের গ্রেফতার করা উচিত বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন। সোনুর আজান মন্তব্যের প্রেক্ষিতে ট্যুইট পালটা ট্যুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম।