দর্জির দোকান খুলে বসলেন Sonu Sood, প্রশংসায় নেটিজেনরা
তাঁর সেলাই করা পোশাকের যে কোনও নিশ্চয়তা নেই সেকথাও সাফ জানিয়েছেন অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন : সব ছেড়ে শেষপর্যন্ত এবার দর্জির দোকান খুলে বসলেন সোনু সুদ (Sonu Sood)। হ্যাঁ, ঠিকই শুনছেন। দর্জির দোকান খুলে বসার কথা নিজেই টুইটারে জানিয়েছেন সোনু (Sonu Sood)। তবে তাঁর সেলাই করা পোশাকের যে কোনও নিশ্চয়তা নেই সেকথাও আগেভাগেই জানিয়েছেন অভিনেতা।
নিজের টুইটারে ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু সুদ। যার ক্যাপশানে সোনু লিখেছেন, 'সোনু সুদের দর্জির দোকান।' এই ভিডিয়ো পোস্ট করে নিজেকেই নিজে ট্রোল করতে ছাড়েননি অভিনেতা। লিখেছেন, 'এখানে একেবারে বিনামূল্যে সেলাই করে দেওয়া হয়। তবে জিনেসের মান নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।' ভিডিয়োতে সোনু সুদ (Sonu Sood)কে একটি প্যান্ট সেলাই করতে দেখা যাচ্ছে।
সোনু সুদকে এভাবে ছাপোষা ভাবে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ কেউ আবার মশকরা করতেও ছাড়েননি। দেখুন কে কী লিখছেন...
প্রসঙ্গত, লকডাউনে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দেশের বহু গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন বাস্তবের সুপার হিরো। তাঁকে এখন গরিবের 'মাসিহা' হিসাবেই দেখেন দেশবাসী। সম্প্রতি কৃষক আন্দোলনকেও সমর্থন করেছেন তিনি। প্রসঙ্গত খুব শীঘ্রই 'কিষাণ' বলে একটি ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে সোনু সুদ (Sonu Sood) কে।